ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীতে জেএসসি পরীক্ষায় কারাদন্ড ৩, শিক্ষক বহিস্কার

প্রকাশিত: ০০:১০, ৬ নভেম্বর ২০১৭

রাজশাহীতে জেএসসি পরীক্ষায় কারাদন্ড ৩, শিক্ষক বহিস্কার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর তানোরের একটি কেন্দ্রে চলতি জেএসসি পরীক্ষা চলাকালীন মোবাইল ফোনে শিক্ষার্থীদের নকল সরবরাহের অভিযোগে তিনজনের কারাদন্ড ও পাঁচ শিক্ষককে সাময়িক বহিস্কার করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার তালন্দ এলাকার আনন্দ মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। হাতে-নাতে আটকের পর তাদের ভ্রাম্যমাণ আদালতে নেয়া হলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন তাদের কারাদ- দেন। সাজাপ্রাপ্ত তিনজন হলেন, রাজশাহী কলেজের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রনি কুমার, সিটি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ ও কামারগাঁ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তুষার মন্ডল। তাদের এক মাস করে বিনাশ্রম কারাদ- দেয়া হয়। এদিকে নকলে সম্পৃক্ত থাকায় ৫ শিক্ষককেও বহিস্কার করা হয়েছে। এরা হলেন, উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কফিলউদ্দীন, ইলামদহী নিন্ম মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের হোসনে আরা, পারিশো দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের একরামুল হক, বনকিশোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাইনুল ইসলাম ও কামারগা উচ্চ বিদ্যালয়ের উৎপল কুমার সাহা। পরীক্ষা কেন্দ্র সচিব আলতাব হোসেন জানান, বহিস্কৃত পাঁচজন শিক্ষক আর কোন পরীক্ষার কেন্দ্রে দায়িত্ব পাবেন না। এই বিষয়ে তদন্ত কমিটিও করা হয়েছে। পুলিশ জানায়, তিনজন পরীক্ষা হলের জানালা পাশে দাড়িয়ে দাঁড়িয়ে মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি উঠাচ্ছিল, পরে উত্তর সরবরাহ করছিলো। এসময় স্থানীয়রা তাদেরকে আটক করে তানোর থানা পুলিশে সোপর্দ করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আর শিক্ষকরাও তাদের দায়িত্ব পালনের সময় তাদের ছবি তুলতে উৎসাহ দিচ্ছিলো। তানোর থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সাজাপ্রাপ্তদের জেলা হাজতে পাঠানো হয়েছে।
×