ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি পরীক্ষা বুধবার

প্রকাশিত: ০০:০৬, ৬ নভেম্বর ২০১৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি পরীক্ষা বুধবার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা আগামী বুধবার অনুষিাঠত হতে যাচ্ছে। গাজীপুর সিটি কর্পোরেশনের সালনাস্থিত বশেমুর কৃষি বিদ্যালয় ক্যাম্পাসে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বশেমুরকৃবি’র উপ পরিচালক (জনসংযোগ) মোঃ মাহফুজ-উল-আলম জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪ বছর মেয়াদী ব্যাচেলর অব সায়েন্স বিএস (কৃষি), বিএস (ফিশারিজ), বিএস (কৃষি অর্থনীতি) এবং ৫ বছর মেয়াদী ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী বুধবার (৮ নবেম্বর) বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এবছর ৩৩০টি আসনের বিপরীতে ৪হাজার ৮৯৪জন প্রার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। ইতোমধ্যে ভর্তি পরীক্ষার আসন বিন্যাস করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: www.bsmrau.edu.bd প্রকাশ করা হয়েছে। এছাড়াও পরীক্ষার আগের দিন থেকে বিশ^বিদ্যালয়ের বিশেষ নোটিশ বোর্ডসমূহে তা প্রদর্শন করা হবে। বিশবিদ্যালয় অনুমোদিত ক্যালকুলেটর (এফএক্স-১০০, এফএক্স-৫৭০ ও এফএক্স-৯৯১) ছাড়া সকল রকমের মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। উল্লেখ্য, ভর্তি পরীক্ষার ফলাফল একই দিন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ও নোটিশ বোর্ডসমূহে প্রকাশ করা হবে। ভর্তি সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্যাদি বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করা যেতে পারে।
×