ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আমতলীতে ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

প্রকাশিত: ২৩:৫৫, ৬ নভেম্বর ২০১৭

আমতলীতে ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, আমতলী ,বরগুনা ॥ ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী নাসির উদ্দিনকে (৩৫) সোমবার দুপুরে আমতলী পৌর শহরের ঈদগাহ ময়দারের নিকট থেকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানাগেছে, আমতলী পৌর শহরের বাঁধঘাট এলাকার সোনা মিয়ার পুত্র নাসির উদ্দিন ২০০৪ সালে পটুয়াখালী জেলার মরিচবুনিয়া গ্রামের ইসমাইল মিয়ার কন্যা মাইসুরাকে অপহরন করে নিয়ে আসে। এ ঘটনায় মাইসুরার বাবা ইসমাইল মিয়া বাদী হয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন আদালতে নাসিরে বিরুদ্ধে অপহরন মামলা দায়ের করেন। ওই মামলায় নাসির দীর্ঘদিন পলাতক ছিল। ২০১৫ সালে তার অনুপস্থিতে মামলার রায় হয়। এ মামলায় নাসিরের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় বিচারক তাকে ১৪ বছরের সাজার রায় দিয়েছেন। দীর্ঘদিন পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জাড়ি করে। আমতলী থানার এএসআই ইব্রাহিম ও সিদ্দিক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার দুপুরে পৌর শরের ঈদগাহ ময়দানের নিকট থেকে নাসিরকে গ্রেফতার করে। আমতলী থানার ওসি মোঃ শহিদ উল্যাহ বলেন ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী নাসিরকে গ্রেফতার করা হয়েছে।
×