ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে সাঁওতাল হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ২৩:৫৩, ৬ নভেম্বর ২০১৭

রাজশাহীতে সাঁওতাল হত্যার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদাফার্মে গুলিতে সাঁওতাল হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, বাড়ি-ঘর ভাঙচুর ও বর্বর নির্যাতনের বিচার এবং ক্ষতিপূরনের দাবীতে রাজশাহীতে মানববন্ধন করেছে আদিবাসী ছাত্র পরিষদ। সোমবার বেলা ১১ টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। হামলার এক বছর পূর্তিতে এ কর্মসূচির আয়োজন করে কেন্দ্রীয় আদিবাসী ছাত্র পরিষদ। আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নকুল পাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ সহ-সাধারণ সম্পাদক গনেশ মার্ডি, রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক সুশেন কুমার শ্যামদুুয়ার, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলার যুগ্ম-আহবায়ক উপেন রবিদাস, আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক শ্রীকান্ত তীর্কি, কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আপেল মুন্ডা প্রমুখ। এছাড়া সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ রাজশাহী সভাপতি রঘুনাথ রবিদাস ও জনউদ্যোগ রাজশাহীর ফেলো জুলফিকার আহমেদ গোলাপ। মানববন্ধনে বক্তারা বলেন, গাইবান্ধায় আদিবাসী সাঁতালদের হত্যার এক বছর অতিবাহিত হয়ে গেলেও তিনজন সাঁওতাল রমেশ টুডু, শ্যামল হেমব্রম, মঙ্গল মার্ডি হত্যাকান্ডের বিচার হয়নি। এখনো তারা তাদের বাপ-দাদার জমি ফেরত পায় নি। এখনও বাগদাফার্ম মিল কর্তৃপক্ষ ও হত্যাকারীরা আবারও সন্ত্রাসী হামলার হুমকি ও প্রতিনিয়ত ভয়-ভীতি দেখাচ্ছে। এখনও ক্ষতিগ্রস্থদের পুর্নবাসনের কোন উদ্যোগ গ্রহন করেনি। আদিবাসীরা মানববন্ধন থেকে সাহেবগঞ্জ বাগদাফার্ম কর্তৃক কেড়ে নেয়া বাপ-দাদার ১৮৪২ একর জমি ফেরতের দাবী জানান।
×