ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কালকিনিতে নিহত ছাত্রদল নেতার লাশ দাফন ॥ এলাকায় শোকের মাতম

প্রকাশিত: ২২:০৪, ৬ নভেম্বর ২০১৭

কালকিনিতে নিহত ছাত্রদল নেতার লাশ দাফন ॥ এলাকায় শোকের মাতম

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর ॥ সড়ক দূর্ঘটনায় নিহত ঢাকার মহাখালী সরকারী তীতুমীর কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রানার লাশ তার নিজ বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া গ্রামে আজ সোমবার সকালে দাফন সম্পন্ন হয়েছে। সে ওই গ্রামের আবদুল জব্বার মোল্লার ছেলে। তার জানাজা অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীদের মাঝে হৃদয় বিদারক দৃশ্যের অবতরন হয়। এ ছাড়াও নিহতের স্বজনদের মাঝে আহাজারি পরে। এদিকে তার অকাল মৃত্যুতে ৩দিনের শোক ঘোষনা করেন উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ-সংগঠন। জানাযা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার, জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহান্দার আলী জাহান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক, সাধারন সম্পাদক মাহাবুব মুন্সি, পৌর বিএনপির সভাপতি আইনজীবি মিজানুর রহমান, জগ্ননাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান কাজল, শ্রমিকদলের সভাপতি মোশারফ হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল হাই, সাধারন সম্পাদক শিকদার মামুন, ছাত্রদল নেতা শামীম মোল্লা, রিমন হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজমুল, পৌর ছাত্রদলের সভাপতি কাওসার হোসেন নান্না, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম ও নেছারউদ্দিন প্রমুখ। উল্লেখ্য গত শনিবার সন্ধ্যা ৭টায় আমিনুল ইসলাম রানা একটি বিশেষ কাজে ঢাকার হাতীরঝিল এলাকায় যান। সেখানে রাস্তা পাড়াপাড়ের সময় পেছন থেকে একটি মোটর সাইকেল এসে পেছন থেকে তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার দুপুরে সে চিকিৎসাধীন অবস্থায় মাড়া যান।
×