ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় বন্যা ॥ নিহত ৫

প্রকাশিত: ১৮:২৭, ৬ নভেম্বর ২০১৭

মালয়েশিয়ায় বন্যা ॥ নিহত ৫

অনলাইন ডেস্ক ॥ মালয়েশিয়ার পেনাং প্রদেশে বন্যায় পাঁচজনের মৃত্যু হয়েছে। ঝড় ও বন্যার কারণে রাজ্যটির বিভিন্ন স্থান থেকে তিন হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে। মালয়েশিয়ার উত্তরের এই প্রদেশটির দুর্যোগ প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী জর্জ টাউনের অধিকাংশ রাস্তা ময়লা পানিতে তলিয়ে গেছে। বন্যার পানি বেশ কিছু স্থানে ১২ ফুট পর্যন্ত বেড়েছে। নিচু এলাকার বাড়িঘর তলিয়ে গেছে। ওই এসব এলাকার লোকজনকে নৌকায় করে সরিয়ে নিয়ে আসা হয়েছে। রামলাহ আওয়াং নামে পেরাই এলাকার এক বাসিন্দা বলেন, ‘বন্যার পানি দ্রুত আমাদের বাড়ির ভেতরে প্রবেশ করে এবং ভেতরের সবকিছু ধ্বংস করে ফেলেছে। আমাদের দেখা সবচেয়ে বাজে বন্যা এটি। মালয়েশিয়ার সরকারি বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, বন্যার পানি ডুবে চার বৃদ্ধ নিহত হয়েছে। এছাড়া ঝড়ে উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে এক বাংলাদেশি নিহত হয়েছে। তার পরিচয় জানা যায়নি। পেনাংয়ের মুখ্যমন্ত্রী লিম গুয়ান ইং জানিয়েছেন, সম্ভবত ভিয়েতনামে আঘাত হানা ঘূর্ণিঝড় দামরির প্রভাবে পেনাংয়ে এই ঝড় হয়েছে। প্রসঙ্গত, দামরির আঘাতে ভিয়েতনামে ২৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পেনাংয়ের অগ্নিনির্বাপন ও উদ্ধার বিভাগ জানিয়েছে, রোববার বিকেল পর্যন্ত ৩ হাজার ৩৬৫ জনকে তাদের বাড়ি থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছে।
×