ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে মটর সাইকেল কারখানার নির্মাণ কাজ উদ্বোধন

প্রকাশিত: ০১:৩৯, ৫ নভেম্বর ২০১৭

মুন্সীগঞ্জে মটর সাইকেল কারখানার নির্মাণ কাজ উদ্বোধন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ বিশ্ব বিখ্যাত মটর সাইকেল প্রস্তুতকারী কোম্পানী হোন্ডা বাংলাদশের মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় উৎপাদন প্রকল্প উদ্বোধন হয়েছে। রবিবার বিকালে গজারিয়া উপজেলার বাউশিয়ায় মোনায়েম অর্থনীতি অঞ্চলে এর আনুষ্ঠানিকতার মাধ্যমে হোন্ডা কম্পানীর কাজ উদ্বাধন করা হয়। মটর সাইকেল প্রস্তুতকারী কোম্পানী হোন্ডার আনুষ্ঠানিক কাজের উদ্ধোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আমির হোসনে আমু বলেন, বাংলাদেশ ও জাপান যৌথ উদ্যোগে ব্যবসা প্রতিষ্ঠান, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড একটি নতুন মোটরসাইকেল উৎপাদন প্রকল্প স্থাপনের মাধ্যমে বাংলাদেশ এর বিনিয়োগ সম্প্রসারনের পরিকল্পনা গ্রহন করেছে। এরই ফলশ্রুতিতে মুন্সীগঞ্জরে গজারিয়া উপজেলায় বাংলাদেশ হোন্ডা মোটর সাইকেল উৎপাদন কারখানা স্থাপন করতে যাচ্ছে। উক্ত কারখানার মাটি খনন (গ্রাউন্ডব্রেকিং) অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই নতুন সংযোজনের ফলে মোটরসাইকেল উৎপাদন ও বিক্রি সম্প্রসারিত হবে। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদুত হিরোয়াসু ইজুমি, বাংলাদেশ অর্থনীতি অঞ্চলের নির্বাহী পরিচালক পবন চৌধুরী, হোন্ডা মটর কোম্পানীর রিজওনাল অপরেশনের প্রধান কর্মকর্তা সিনজি আয়োয়ামা, বাংলাদেশে হোন্ডা মটর কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইউইচিরো ইশিসহ বিভিন্ন মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকেদের জানানো হয়, ২৫ একর জায়গার মধ্যে ২০১৯ সালের মধ্য দেশের মাটিতেই উৎপাদিত হবে হোন্ডা। বাংলাদেশ হোন্ডা কোম্পানী ২ দশমিক ৩ বিলিয়ন টাকা ব্যয়ের পরিকল্পনা গ্রহন করেছে। মিলিয়ন টাকা বিনিয়গে মূলধনের অনুপাত হালেও ৭০ শতাংশ হোন্ডা মটর কো লি. এবং ৩০ শতাংশ বাংলাদেশ স্টিল ইঞ্জিনিয়ারি কর্পোরেশন লি, কারখানাটি চালু হলে বিপুল সংখ্যক কর্মীরও কর্মস্থান হবে বলে কোম্পানীটি আশাবাদী। তারা আরও জানান, দেশে হোন্ডা কোম্পানীর উৎপাদন শুরু হলে মোটর সাইকেলের মূল্য সাশ্রয় হবে। তুলনামূলক অনেক কম দামে এটি ক্রয় করা সম্ভব হবে।
×