ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনে ৩১ শিক্ষার্থী

প্রকাশিত: ০১:৩৫, ৫ নভেম্বর ২০১৭

শাবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনে ৩১ শিক্ষার্থী

শাবি সংবাদদাতা ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষায় ১৬৮৯টি (কোটাসহ) আসনের বিপরীতে ৫২২৭৯টি আবেদন জমা পড়েছে। প্রতি আসনের বিপরীতে প্রতিযোগী ৩১ জন শিক্ষার্থী। পৃথকভাবে ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ১৯৪৬৯ জন ‘বি’ ইউনিটের সাব ইউনিট ‘বি১’ এ ৩০৯১৫ জন এবং ‘বি২’ এ আবেদন করেছেন ১৮৯৫ জন শিক্ষার্থী। রবিবার ভর্তি কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক মহিবুল আলম এসকল তথ্য জানান। আগামী ১৮ নবেম্বর সকাল ৯.৩০টায় ‘এ’ ইউনিট এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিট এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত যেকোন তথ্য ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করে অথবা বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইটে (www.sust.edu/ admission) থেকে জানা যাবে।
×