ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে স্কুল ছাত্র নিহতের ঘটনায় অবরোধ

প্রকাশিত: ০১:৩২, ৫ নভেম্বর ২০১৭

হবিগঞ্জে স্কুল ছাত্র নিহতের ঘটনায় অবরোধ

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ রবিবার দুপুরে হবিগঞ্জের উপজেলা বাহুবলের অধীন পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক সড়কের মিরপুর প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে একটি দ্রুতগামী ট্রাকের চাপায় তানজিম আহমদ দিনার (১০) নামে এক স্কুল ছাত্র নিহত এবং এর জের ধরে দীর্ঘসময় জুড়ে সড়ক অবরোধ ও একাধিক গাড়ী ভাংচুরের মতো বড় ধরনের লংকাকান্ড ঘটেছে। নিহত স্কুল ছাত্র জেলার বাহুবলস্থ মিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্র এবং স্থানীয় রঘুরামপুর গ্রামের বাসিন্দা পোল্টি ব্যবসায়ী মোঃ আলমগীর মিয়ার পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ২ টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রাক নং (যশোহর-ঢ-৪১-০০২৮) ওই স্থানে পৌছা মাত্র অপর একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে। এসময় সংশ্লিষ্ট সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দিনারকে তেলবাহী ট্রাকটি চাপা দেয়। এমতাবস্থায় সংশ্লিস্ট ট্রাক চালক নিজ গাড়ীকে ঘটনাস্থলে রেখেই পালিয়ে যায়। এদিকে এই অবস্থা অবলোকন করে আশপাশের লোকজন ছুটে আসে ঘটনাস্থলে এবং ট্রাকের চাকার নীচ থেকে রক্তাক্ত দিনারকে সরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হন। ততক্ষণে দিনার প্রান নিস্তব্ধ হয়ে যায়। সেই সাথে দিনারের মাথার মগজ, কলিজা ও হৃদপিন্ড বের হয়ে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। এমতাবস্থায় উত্তেজিত লোকজন এই দুর্ঘটনার প্রতিবাদে এবং সংশ্লিস্ট ট্রাক চালকের গ্রেফতার ও বিচারের দাবীতে সংশ্লিস্ট সড়ক অবরোধ সহ বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। একপর্যায়ে সংশ্লিস্ট ট্রাক দুটি ভাংচুর করে জনতা। এতে উভয় দিক থেকে আসা বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে যাত্রী দুর্ভোগ চরমে উঠে। এ খবর পেয়ে সিনিয়র এএসপি রাসেলুর রহমানের নের্তৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে সংশ্লিস্ট উভয় ট্রাক চালককে গ্রেফতার ও সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করেন এবং দিনারের মৃতদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরন করে। ফলে সংশ্লিষ্ট সড়ক থেকে বিকেল পৌনে ৪ টার দিকে অবরোধ তুলে নেয় জনতা। স্বাভাবিক হয় যান চলাচল।
×