ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বার্মিংহামে চোর ধরা পড়লেন রেস্তোরাঁর ভেন্টিলেটারে

প্রকাশিত: ০১:১৮, ৫ নভেম্বর ২০১৭

বার্মিংহামে চোর ধরা পড়লেন রেস্তোরাঁর ভেন্টিলেটারে

অনলাইন ডেস্ক ॥ চুরি করতে গিয়েছিল রেস্তোরাঁয়। কিন্তু চুরি করা তো হলই না, উল্টে ভেন্টিলেটরে সাত ঘণ্টা ধরে আটকে থাকতে হল এক চোরকে। বৃহস্পতিবার বার্মিংহামের ঘটনা। সবে দিনের আলো ফুটেছে। এক এক করে রাস্তায় লোকজন চলাচল করতে শুরু করেছে। পথচারীরা হঠাত্ই দেখতে পান রেস্তোরাঁর ভেন্টিলেটরে এক ব্যক্তি আটকে রয়েছে। থেকে থেকেই বাঁচানোর আর্তি ভেসে আসছে ওই ভেন্টিলেটর থেকে। এমন দৃশ্য দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে আধঘণ্টার চেষ্টায় ভেন্টিলেটর কেটে চোরকে উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত ২টোর সময় রেস্তোরাঁয় চুরি করতে এসেছিল ওই ব্যক্তি। রেস্তোরাঁর কর্মীরা একে একে চলে যাওয়ার পর ভেন্টিলেটর ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে ওই ব্যক্তি। কিন্তু এখানেই গোল বাধে। শরীরের অর্ধেক অংশ ভেন্টিলেটর দিয়ে ঢোকাতেই আটকে যায়। অনেক চেষ্টা করেও সেখান থেকে বেরোতে পারেনি। ওই অবস্থাতেই সারা রাত ধরে ভেন্টিলেটরে আটকে থাকে সে। তার ও ভাবে আটকে থাকার ছবি টুইটারে পোস্টও করেছে ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×