ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুলিশে চাকরি দেয়ার নামে টাকা আত্মসাত

প্রকাশিত: ০১:০৮, ৫ নভেম্বর ২০১৭

পুলিশে চাকরি দেয়ার নামে  টাকা আত্মসাত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ পুলিশে চাকরি দেয়ার নামে ১০লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় নওগাঁর মহাদেবপুরে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে থানার এস আই রতন কুমার রায় ও এ এস আই শাহিনুর রহমান শাহিন উপজেলার পাহাড়পুর গ্রামের ভাড়াবাসা থেকে মোঃ ইউনুছ আলী (৪০) ও তার স্ত্রী মোছাঃ তানজিলা বেগমকে (৩৫) গ্রেফতার করেন। থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার নূরনগর (কাচারি পাড়া) গ্রামের বাসিন্দা আমির উদ্দিনের ছেলে গ্রেফতারকৃত ইউনুছ আলী ও তার স্ত্রী তানজিলা বেগম ২০১৬ সালে তাদের প্রতিবেশি মুমিনুল ইসলামকে (মুমিন) পুলিশে চাকরি দেয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে তার পিতা আব্দুল মালেকের কাছ থেকে দু’দফায় ১০ লাখ টাকা হাতিয়ে নেয়। টাকা হাতিয়ে নেয়ার পর গ্রেফতারকৃত স্বামী-স্ত্রী তাদের নিজ এলাকা থেকে পালিয়ে এসে মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে একটি বাসা ভাড়া নিয়ে তারা গত প্রায় ১বছর ধরে বসবাস করে আসছিল। এ খবর পেয়ে প্রতারণার স্বীকার আব্দুল মালেক ৪ নবেম্বর (শনিবার) রাতে থানায় একটি মামলা করেন। এ মামলায় তাদের গ্রেফতার করে রবিবার নওগাঁ আদালতে সোপর্দ করা হয় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
×