ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেরপুরে ৭৫০ কৃষক পেল বিনামূল্যের বীজ ও সার

প্রকাশিত: ২৩:৪০, ৫ নভেম্বর ২০১৭

শেরপুরে ৭৫০ কৃষক পেল বিনামূল্যের বীজ ও সার

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পূনর্বাসনের লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে রবি মৌসুমে বীজ বিতরণ কার্যক্রমের আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষি অফিসের মাঠ প্রাঙ্গণে ৭শ ৫০ জন কৃষকের হাতে গম, ভূট্টা, সরিষা, চিনাবাদাম, খেসারি, বোরো ধান চাষের জন্যে বিনামূল্যে বীজ-সার ও শাক-সবজীর বীজ বিতরণ করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। ওইসময় তিনি বলেন, শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব সরকার। এ জন্য কৃষিতে ভর্তুকি দিয়ে কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ উপলক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খামারবাড়ীর উপ-পরিচালক আশরাফ উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির, জেলা পরিষদের সদস্য আবু জাফর ও আল আমিন, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কাশেম প্রমুখ।
×