ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আমতলীতে ছাদ কৃষিতে চমক

প্রকাশিত: ২৩:৩৩, ৫ নভেম্বর ২০১৭

আমতলীতে ছাদ কৃষিতে চমক

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা ॥ বরগুনার আমতলী পৌর শহরের ছাদ কৃষিতে চমক সৃষ্টি করেছেন উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও ছাদ কৃষক মোঃ রেজাউল করিম শাহজাদা আকন। তিনি তার বাড়ীর দ্বিতল ভবনের ছাদে এ ছাদ কৃষি গড়ে তুলেছেন। প্রতিদিন তার ছাদ কৃষি দেখতে আসেন এলাকার মানুষ। জানাগেছে, আমতলী পৌর শহরের এবিএম চত্ত্বরে অবস্থিত উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম শাহজাদা আকন ২০১৫ সালে তার বাড়ীর দ্বিতল ভবনের ছাদে ছাদ কৃষি গড়ে তোলেন। প্রথমে ৫ টি ফুলের চারা দিয়ে পরীক্ষামূলক ছাদ কৃষি শুরু করে। পরীক্ষামূলক শুরু হলেও ফুলের চারার ভালো অবস্থান দেখে পুরে ছাদে বাগান তৈরি পরিকল্পনা নেয়। এর পরে একএক করে আম, কমলা, কামরাঙ্গা, ডালিম, ছবেদা, চাইনিচ কমলা, লেবু, জলপাই, পেয়ারা, বড়ই, মালটা ও আমড়াসহ বিভিন্ন প্রজাতির ফলের গাছ রোপন করেছেন। দু’বছরের মাথায় তার গাছে থোকায় থোকায় ফলন ধরেছে। রবিবার সরেজমিনে ঘুরে দেখাগেছে, ছাদের উপরে সারিবদ্ধ ভাবে ড্রামে মাটি ভরাট করে মাদা তৈরি করেছে। প্রতিটি মাদায় একটি করে ফলদ গাছ। গাছে ফল ধরেছে। আমড়া গাছে থোকায় থোকায় আমড়া ঝুলছে। মালটা গাছে মালটা, কমলা গাছে কমলা, লেবু গাছে লেবু, কামরাঙ্গা গাছে কামরাঙ্গা ধরেছে। এছাড়া গোলাপ, গান্ধা, জুই, চামেলিসহ বিভিন্ন প্রজাতির ফুলের গাছ রয়েছে। ফুলের পাশাপাশি রয়েছে সবজি গাছ লাউ , পুঁই শাক ও বেগুন প্রভৃতি। তার ছাদে বিভিন্ন প্রজাতির ফল, ফুল ও সবজির ৫০ টি ছোট বড় মাদা রয়েছে। রবিবার এ ছাদ কৃষির খবর শুনে আমতলী উপজেলা কৃষি অফিসার ছাদ কৃষি দেখতে আসেন এবং আরো ভালো ছাদ কৃষি গড়ার পরামর্শ দেয়। উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও ছাদ কৃষক মোঃ রেজাউল করিম শাহজাদা আকন জানান ২০১৫ সালে আমার মেয়ে রাদিয়া জাহান প্রান্তি’র উৎসাহে প্রথম কয়েকটি ফুলের চারা দিয়ে ছাদ কৃষি শুরু করি। গাছের চারার অবস্থা ভালো দেখে উৎসাহ আরো বেড়ে যায়। পরে একএক করে আমড়া, কমলা, ছবেদা, কামরাঙ্গাসহ বিভিন্ন প্রজাতির ফলদ গাছ রোপন করি। বর্তমানে বিভিন্ন ফলদ গাছে ফল ধরেছে। আমার পাশাপাশি এ ছাদ কৃষি গাছের পরিচর্যা করছেন আমার স্ত্রী নাজমুন নাহার। তিনি আরো বলেন এ বছর ছাদে রোপিত গাছের লেবু সারাবছর নিজেরা খেয়েছি আবার প্রতিবেশীদের দিয়েছি। উপ সহকারী কৃষি অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন এভাবে ছাদ কৃষিতে উৎপাদিত ফসল যেমন বিষমুক্ত তেমনি প্রাকৃতিক পরিবেশ ও মনোমুগ্ধকর। আমতলী উপজেলা কৃষি অফিসার এসএম বদরুল আলম বলেন শহরের বসবাসরত মানুষ তাদের ভবনের ছাদে স্বল্প পরিসরে ফল ও সবজি উৎপাদন করে প্রতিদিন বিষমুক্ত ফল ও সবজি খেতে পারে। এতে একাধারে দেশে উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখতে পারে তেমনি নিজেরা নিজেদের চাহিদা পূরণ করতে পারে। তিনি আরো বলেন আমতলীতে ছাদ কৃষি এটাই প্রথম। এর দেখাদেখি আরো মানুষ ছাদ কৃষিতে এগিয়ে আসলে কৃষি সম্প্রসারিত হবে বলে আশা করি।
×