ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইবির ভর্তি আবেদনের সময় বৃদ্ধি ॥ পরীক্ষা ১ ডিসেম্বর

প্রকাশিত: ২৩:২২, ৫ নভেম্বর ২০১৭

ইবির ভর্তি আবেদনের সময় বৃদ্ধি ॥ পরীক্ষা ১ ডিসেম্বর

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। এদিকে ভর্তি পরীক্ষারও তারিখ পরিবর্তন করা হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যায়, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৫-২৯ নবেম্বরের পরিবর্তে ১-৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া ভর্তি আবেদনের শেষ সময় ১০ নবেম্বরের পরিবর্তে ১৯ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ভিসি অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, সকল অনুষদের ডিন, হল প্রোভস্টগণ এবং সকল বিভাগের সভাপতি। এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়ের সাথে প্রায় ৫-৬ টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ মিলে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে একজন মেধাবী বিভিন্ন জায়গায় অংশগ্রহনের সুযোগ পাবে।’
×