ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীর ১০০ দৃষ্টি প্রতিবন্ধী পেলেন সাদাছড়ি

প্রকাশিত: ২৩:১১, ৫ নভেম্বর ২০১৭

রাজশাহীর ১০০ দৃষ্টি প্রতিবন্ধী পেলেন সাদাছড়ি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর ১০০ জন দৃষ্টি প্রতিবন্ধীকে একটি করে সাদাছড়ি দিয়েছে জেলা পরিষদ। রবিবার দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যানের দফতরে আনুষ্ঠানিকভাবে এইসব সাদাছড়ি বিতরণ করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পরে তিনি জাতীয় অন্ধ কল্যাণ সংস্থা রাজশাহী শাখার সদস্য ১০০ দৃষ্টি প্রতিবন্ধীর হাতে সাদাছড়ি তুলে দেন। এ সময় তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের অংশ। তাই তাদের কল্যাণে সমাজের সব মানুষকেই এগিয়ে আসতে হবে। এমন চিন্তা থেকেই দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচলে সুবিধার জন্য জেলা পরিষদ তাদের মাঝে সাদাছড়ি বিতরণ করছে। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ, প্যানেল চেয়ারম্যান-১ নাইমুল হুদা রানা ও জাতীয় অন্ধ কল্যাণ সংস্থার রাজশাহী শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান বক্তব্য দেন। জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সদস্য আসাদুজ্জামান মাসুদ, নূর মোহাম্মদ তুফান, আবদুল মান্নান ফিরোজ, মোফাজ্জল হোসেন, আবদুস সালাম, গোলাম মোস্তফা ও আবুল ফজল প্রামানিক উপস্থিত ছিলেন।
×