ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

“আ’লীগ জনগণের সাথে প্রতারণার রাজনীতি করে না” ॥ পলক

প্রকাশিত: ২৩:১০, ৫ নভেম্বর ২০১৭

“আ’লীগ জনগণের সাথে প্রতারণার রাজনীতি করে না” ॥ পলক

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ ‘আওয়ামী লীগ সরকার কখনও জনগণের সাথে প্রতারণার রাজনীতি করে না। বরং জনগণের কল্যাণের জন্য কাজ করে, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন করে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহম্মেদ পলক। শনিবার রাতে সিংড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে ্ক অনুষ্ঠানে মোট প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে বারনই নদীর ওপর ব্রিজ নির্মাণ ও শৈলমারি থেকে ধুলাউড়ি পর্যন্ত প্রায় পৌনে ২ কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের সময় সিংড়া পৌরসভার প্রত্যকটি মহল্লায় উন্নয়ন হচ্ছে। অথচ এক সময় এই ১২ নম্বর ওয়ার্ড খুব অবহেলিত ছিল। মানুষ রাস্তা পায়নি, বিদ্যুৎ পায়নি, ব্রীজ পায়নি। গত ১৫ বছর ধরে শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছেন নেতারা। একটি কাজও তারা করেননি। অথচ বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে ব্রীজ, পাকারাস্তাসহ সব কিছুই হচ্ছে। এসময় সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, শেরকোল সাবেক ইউপি চেয়ারম্যান আদেশ আলী সরদার, জেলা পরিষদ সদস্য রায়হান কবির টিটু ও পৌর কাউন্সিলর নওশের আলীসহ অন্যান্য নের্তৃবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্যঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের “তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (টএওওচ-ওওও)” এর আওতায় টেন্ডারকৃত প্রকল্পসমূহের মধ্যে রয়েছে ২২টি সড়ক এবং ৯টি ড্রেন নির্মাণের কাজ, যা চলতি অর্থ বৎসরেই বাস্তবায়ন করা হবে। প্রায় ১২ কোটি ৬৬ লক্ষ টাকা ব্যয়ে ১৫.০৮ কিলোমিটার সড়ক ও ২.৯ কিলোমিটার ড্রেন নির্মাণের স্কীমসমূহের বাস্তবায়ন কাজ শেষ হলে যাতায়াত ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হবে এবং মানুষের জীবনযাত্রার মান ও উন্নত হবে।
×