ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি‘র ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ২৬ শিক্ষার্থী

প্রকাশিত: ২২:২০, ৫ নভেম্বর ২০১৭

গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি‘র ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ২৬ শিক্ষার্থী

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এবারে আবেদন করেছে ৭৬,৭৫৩ শিক্ষার্থী। এরমধ্যে এ ইউনিটে ১২ হাজার ৪’শ ৯৪ জন, বি ইউনিটে ৯ হাজার ৩’শ ৮৮ জন, সি ইউনিটে ১৫ হাজার ৩’শ ২১ জন, ডি ইউনিটে ৫ হাজার ৯’শ ৬৩ জন, ই ইউনিটে ১২ হাজার ৬’শ ৫৫ জন, এফ ইউনিটে ৬ হাজার ৩ জন, জি ইউনিটে ৫ হাজার ৪’শ ২ জন এবং এইচ ইউনিটে ৯ হাজার ৫’শ ২৭ জন শিক্ষার্থীর আবেদন পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ৮ টি ইউনিটের অধীনে ৩১ বিভাগে কোটাসহ মোট ভর্তি করা হবে ৩,০০১ শিক্ষার্থী। প্রতিটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে ২৬ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম এ তথ্য জানিয়েছেন। ডি এবং ই ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ নবেম্বর, এফ এবং জি ইউনিটের পরীক্ষা ১১ নবেম্বর; এ এবং বি ইউনিটের পরীক্ষা ১৭ নবেম্বর, সি এবং এইচ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৮ নবেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.bsmrstu.edu.bd তে জানা যাবে।
×