ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাজীপুরে জুয়ার আসর গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন

প্রকাশিত: ০৮:৪৪, ৫ নভেম্বর ২০১৭

গাজীপুরে জুয়ার আসর গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে রাজেন্দ্রেপুরের শালবনের ভেতরে একটি জুয়ার আসরে শনিবার রাতে অভিযান চালিয়ে আগুন দিয়ে পুড়িয়ে তা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরের এনডিসি বিএম কুদরত-এ- খুদা’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওই অভিযান পরিচালনা করে। গাজীপুরের এনডিসি বিএম কুদরত-এ-খুদা জানান, গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রেপুর এলাকার শালবনের ভেতরে অবৈধভাবে টিন দিয়ে বিশাল প্যান্ডেল তৈরি করে একটি জুয়ার আসর পরিচালনা করছে একটি মহল। এ গোপন সংবাদ পেয়ে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় ওই আসর ভেঙ্গে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে তা গুঁড়িয়ে দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে জুয়াড়ি ও আসর পরিচালনাকারীরা পালিয়ে যায়। আনসার সদস্যদের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। তরুণ সমাজকে মাদক এবং অপরাধমূলক কর্মকা- থেকে বিরত রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। উল্লেখ্য, গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় স্থাপিত অপর একটি আসরে বেশ কয়েকদিন ধরে অশ্লীল নৃত্য ও জুয়া খেলা পরিচালিত হয়ে আসছিল। গত ৩০ অক্টোবর রাতে ওই আসরের জুয়ার বোর্ডে জমা দেয়া টাকা নিয়ে জুয়াড়ি ও বোর্ড পরিচালনাকারীদের সংঘর্ষ হয়। এ সময় দৌড়ে পালাতে গিয়ে ময়লা আবর্জনার গর্তে পড়ে দু’ব্যবসায়ী নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছে।
×