ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউনেস্কো ও ডিজি ইরিনাকে শিক্ষামন্ত্রীর ধন্যবাদ

প্রকাশিত: ০৫:৩৬, ৫ নভেম্বর ২০১৭

ইউনেস্কো ও ডিজি ইরিনাকে শিক্ষামন্ত্রীর ধন্যবাদ

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাত মার্চের ভাষণ মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ধন্যবাদ জানিয়েছেন ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভাকেও। শনিবার প্যারিসে ইউনেস্কো সদর দফতরে ইউনেস্কো’র ৩৯তম সাধারণ সম্মেলনের বক্তৃতায় সংস্থার ভাইস প্রেসিডেন্ট শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ আঞ্চলিক ও বিশ্বশান্তি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। শান্তি ও মানবতার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতির অংশ হিসেবে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের প্রায় এক মিলিয়ন নাগরিককে বাংলাদেশ আশ্রয় দিয়েছে। তিনি জাতিসংঘের ৭২তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ভাষণে উল্লিখিত ৫-দফা পরিকল্পনার ভিত্তিতে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত নিতে চাপ অব্যাহত রাখার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। শিক্ষামন্ত্রী তার বক্তব্যে শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন অগ্রগতি তুলে ধরেন। বিশেষ করে নারী শিক্ষা, লিঙ্গসমতা, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের প্রতি সহনীয়তা ইত্যাদি বিষয় তুলে ধরেন। উল্লেখ্য, শিক্ষামন্ত্রী ইউনেস্কো’র ৩৯তম সাধারণ সম্মেলনে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মনজুর হোসেন প্রতিনিধিদলে রয়েছেন। ৩১ ডিসেম্বরের মধ্যে শিক্ষা জাতীয়করণ করতে হবে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শিক্ষা জাতীয়করণ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে শিক্ষা জাতীয়করণ কর্মচারী ঐক্য মঞ্চ। কমলাপুর শেরে বাংলা রেলওয়ে স্কুল এ্যান্ড কলেজে শিক্ষা জাতীয়করণের দাবিতে সবুজবাগ, মতিঝিল, খিলগাঁও, মুগদাসহ ৪ থানার কর্মচারীদের সঙ্গে শিক্ষা জাতীয়করণ কর্মচারী ঐক্য মঞ্চের এক মতবিনিময় সভায় সমিতির নেতৃবৃন্দ এ দাবি জানান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের সভাপতি ও শিক্ষা জাতীয়করণ কর্মচারী ঐক্য মঞ্চের সদস্য সচিব এম আরজু। বিশেষ অতিথি ছিলেন মঞ্চের আহ্বায়ক মোহাম্মদ মোস্তফা ভুঁইয়া, ফেডারেশনের মহাসচিব মোঃ ছিদ্দিকুর রহমান, নগর সম্পাদক জসিম উদ্দিন। এম আরজু বলেন, শিক্ষায় অবাধ লুটপাট ও চরম বৈষম্যের বিরুদ্ধে এবং শিক্ষা জাতীয়করণের দাবিতে সারাদেশের শিক্ষক-কর্মচারীরা আজ ফুঁসে উঠেছে। ৩১ ডিসেম্বরের মধ্যে শিক্ষা জাতীয়করণ করতে হবে, এটাই সরকারের জন্য মঙ্গল। সভায় আরও বক্তব্য রাখেন সঞ্জিব কুমার দাস, আমির হোসেন, আব্দুল খালেক, জাহাঙ্গীর কবির, ইদ্রিস, ইউনুস হাওলাদার, হামিদ, নাছির ফকির, আব্দুল মান্নান, আয়েত খান, রিপন, তারা মিয়া, শহিদুল, শামীম আহমেদ প্রমুখ।
×