ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রংপুরের লক্ষ্য ১৫৫ রান

প্রকাশিত: ০৪:৪৭, ৪ নভেম্বর ২০১৭

রংপুরের লক্ষ্য ১৫৫ রান

অনলাইন রিপোর্টার ॥ শক্তিশালী রংপুর রাইডার্সের বিপক্ষে রাজশাহী কিংস ৮ উইকেটের বিনিময়ে ১৫৪ রান সংগ্রহ করেছে। ফলে রংপুর রাইডার্সের লক্ষ্য দাঁড়িয়েছে ১৫৫ রান। রাজশাহীর হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন রনি তালুকদার। ২ ছয় আর ৩ চারে সাজানো ছিল তার ৪৭ রানের ইনিংসটি। বল খরচ করেছেন ৩৮টি। আর দলটির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ করেছেন অধিনায়ক ড্যারেন সামি। ১৮ বলে করেছেন ২৯ রান। আর ফ্রাঙ্কলিন অপরাজিত ছিলেন ২৬ রানে। রাজশাহীর হয়ে ইনিংস শুরু করেছিলেন লুক রাইট ও মুমিনুল হক। তবে খুব বেশিদূর এ জুটি যেতে পারেনি। তার আগেই সাজঘরে ফেরেন মুমিনুল। এরপর থেকেই ধ্রতগতিতে ব্যাটিং করতে থাকে রাজশাহী। শেষ দিকে সামি কিছুটা মারমুখী হয়ে উঠলেও শেষ পর্যন্ত উইকেটে থাকতে পারেননি। রংপুরের হয়ে লাসিথ মালিঙ্গার প্রথম ওভারটি ভাল না হলেও, ইনিংস শেষ করে ৪ ওভারে ৩৪ রান দিয়ে দুই উইকেট নিয়ে। আর নাজমুল ইসলাম অপু চার ওভার বল করে ২০ রান দিয়ে ২টি উইকেট নেন। মাশরাফি ও সোহাগ গাজী একটি করে উইকেট নেন। এর আগে টস জিতে রাজশাহী কিংসকে ব্যাটিংয়ে পাঠান রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি। ১৫৫ রানের লক্ষ্যটি রংপুরের জন্য খুব বড় না হলেও ছোটও না। এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত কে হাসে।
×