ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রংপুরে বিএডিসি’র বীজ আলু ৫০ ভাগ অবিক্রিত

প্রকাশিত: ০২:০৫, ৪ নভেম্বর ২০১৭

রংপুরে বিএডিসি’র বীজ আলু ৫০ ভাগ অবিক্রিত

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ বৃহত্তর রংপুর জেলায় বালাদেশ কৃষি উন্নয়ন করর্পোরেনের (বিএডিসি) ৫০ ভাগ বীজ আলু এখনও অবিক্রিত অবস্থায় রয়েছে। বিশেষ করে কার্ডিনাল বীজ আলুর বিক্রি আরো কম। রংপুর বিএডিসির আঞ্চিলিক অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রংপুর বিএডিসি (বিপণন) বিভাগ আলু বীজের বরাদ্দ পেয়েছে ৪ হাজার ৪২৫ মেট্রিক টন । এর মধ্যে অ্যাস্টারিস ২ হাজার ৪ শত ১ মেট্রিক টন, কার্ডিনাল ১ হাজার ৫ শত ৫৫ মেট্রিক টন, ডায়মন্ড ১ শত ২০ মেট্রিক টন, গ্রানুলা ২ শত ৫৬ মেট্রিক টন, লেডি রোজেটা ৫০ মেট্রিক টন, বেলিন ৩০ মেট্রিক টন, সিডলিং টিউবার ৩ মেট্রিক টন ও বারি জাতের ৯ মেট্রিক টন। এসব বীজ আলু রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিহাট ও নীলফামারী জেলার ৭ শত ৬১ জন ডিলারের মাঝে বরাদ্দ দেওয়া হয়। অথচ এবার বীজ আলু বিক্রির তেমন কোন সাড়া নেই। বিএডিসির এক কর্মকর্তা জানান, এপর্যন্ত ৫০ ভাগ ডিলার বীজ আলুর জন্য বুকিং দিয়েছেন। বিএডিসি বীজ ডিলার ফিরোজ কবীর জানান, বিভিন্ন কোম্পানী ও খোলা বাজারে আলু বীজের মূল্য কম হওয়ায় বিএডিসির বীজের চাহিদা কমে গেছে। লোকসানের ভয়ে ডিলাররা বিএডিসির বীজ নিচ্ছে কম। বিশেষ করে কার্ডিনাল বীজ আলুর প্রতি চাষীদের নেওয়ার আগ্রহ একদম কম। এবারে চাহিদা কম কার্ডিনাল আলু বীজের। বিক্রির শতকরা হার ১৫ থেকে ২০ ভাগ। এ গ্রেড কার্ডিনাল, অ্যাস্টারিস, ডায়মন্ড, লেডি রোজেটা সিডলিং টিউবার ও বারি বীজ আলু প্রতি কেজি ২৬ টাকা ও বি গ্রেড বিক্রি হয়ে থাকে ২৫ টাকা মূল্যে। অন্যদিকে, এ গ্রেড গ্রানুলা বেলিন প্রতি কেজি সাড়ে ২২ টাকা ও বি গ্রেড সাড়ে ২১ টাকা বিক্রি করছে বিএডিসি। বিএডিসি (বিপণন) বিভাগের উপ-পরিচালক ড. সুলতালুল আলম জানান, এক সপ্তাহ আগে বিক্রির নির্ধারিত সময় শেষ হলেও এখনও ৫০ শতাংশ বীজ আলু অবিক্রিত আছে।
×