ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁওয়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন

প্রকাশিত: ০১:২৭, ৪ নভেম্বর ২০১৭

ঠাকুরগাঁওয়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ সদর উপজেলা আখানগর ইউনিয়নের হাজীপাড়া গ্রামে শনিবার যৌতুকের দাবিতে আঞ্জুয়ারা বেগম (৩১) নামে এক গৃহবধূকে খাটের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেল ৩ টায় নির্যাতিত গৃহবধূকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে মুমূর্ষ অবস্থায় ভর্তি করা হয়েছে। হাজীপাড়া গ্রামের জবান আলীর ছেলে আব্দুস সাত্তারের স্ত্রী এবং শহরের ফকিরপাড়া এলাকার আনোয়ার হোসেনের মেয়ে আঞ্জুয়ারা বেগম। নির্যাতিত আঞ্জুয়ারা বেগম জানান, গত বছরের অক্টোবর মাসে আব্দুস সাত্তারের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে প্রায় সময় স্বামীসহ তার পরিবারের লোকজনেরা তাকে মারপিট করতো। শনিবার সকালে ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে আঞ্জুয়ারার স্বামীর সাথে বাকবিতন্ডা শুরু হয়। এ সময় তার স্বামী আব্দুস সাত্তার, শ্বশুর জবান আলী, শ্বাশুরী সবুরা বেগমসহ ওই পরিবারের লোকজন ঘরের দরজা বন্ধ করে বাঁশের লাঠি দিয়ে আঞ্জুয়ারাকে খাটের খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক মারপিট করে। পরে খবর পেয়ে আঞ্জুয়ারার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ওই গৃহবধূ সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। নির্যাতনের ব্যাপারে জানতে অভিযুক্ত স্বামী আব্দুস সাত্তারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। হাসপাতালের চিকিৎসক শুভেন্দু কুমার দেবনাথ জানান, ‘আঞ্জুয়ারা বেগমের ডান হাত ভেঙে গেছে এবং মাথায় ৪টি সেলাই দিতে হয়েছে। এছাড়াও তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের দাগ রয়েছে।’ রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় জানান, ‘গৃহবধূকে মারপিটের ঘটনাটি শুনেছি। তবে এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।’
×