ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোরিয়ার আকাশে মার্কিন বোমারু বিমানের মহড়া

প্রকাশিত: ১৯:২৬, ৪ নভেম্বর ২০১৭

কোরিয়ার আকাশে মার্কিন বোমারু বিমানের মহড়া

অনলাইন ডেস্ক ॥ কোরীয় উপদ্বীপের আকাশে ফের মহড়া দিয়েছে মার্কিন বোমারু বিমান। ডোনাল্ড ট্রাম্পের জাপান এবং দক্ষিণ কোরিয়া সফরের আগে কোরিয়ার আকাশে পেশিশক্তি দেখাল যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার কোরিয়ার আকাশে মহড়া দেয় মার্কিন বোমারু বিমান। যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা গুয়াম দ্বীপের আন্ডারসন বিমান ঘাঁটি থেকে কোরিয়ার উপর দিয়ে জাপানের পশ্চিম উপকূলে উড়ে যায় দুটি ‘বি১বি’ যুদ্ধবিমান। জাপান এবং দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনীও যোগ দেয় মার্কিন বিমানবাহিনীর সঙ্গে। উত্তর কোরিয়াকে বার্তা দিতেই ফের কোরীয় আকাশসীমায় তিন দেশের যৌথ বাহিনীর যুদ্ধবিমান এই মহড়া দিল বলে মনে করছে আন্তর্জাতিক মহল। উত্তর কোরিয়া এই মহড়ার তীব্র সমালোচনা করেছে। আমেরিকা ফের যুদ্ধের প্ররোচনা দিচ্ছে এবং উত্তর কোরিয়ায় আকস্মিক হামলা করতেই এই মহড়া চলছে বলে এক বিবৃতিতে পিযংইয়ং জানিয়েছে। তবে আমেরিকা এই অভিযোগ অস্বীকার করেছে। রয়টার্স।
×