ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জেলা হত্যাকারীদের মরোনত্তর বিচার হওয়া উচিৎ॥ অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত: ০১:০৬, ৩ নভেম্বর ২০১৭

জেলা হত্যাকারীদের মরোনত্তর বিচার হওয়া উচিৎ॥ অ্যাটর্নি জেনারেল

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ৩ নভেম্বর জেলা হত্যা দিবস ও ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর হত্যাকারীদের মরোনত্তর বিচার হওয়া উচিৎ। প্রমান ও স্বাক্ষীর অভাবে জেল হত্যা মমলার উপযুক্ত শাস্তি দেয়া যায়নি। পৃথিবীর জঘন্যতম ও নিষ্ঠুর এই হত্যাকান্ডের জন্য জিয়াউর রহমানসহ তৎসময়ের এই হত্যাকারীদের বিচার হওয়া উচিৎ। সেই সময়ে ১৫ আগষ্ট ও ৩রা নভেম্বর জেল হত্যাকান্ডের কোন তদন্ত হয়নি। এমনকি তদন্ত বা বিচারের জন্য কোন পদক্ষেপও নেয়া হয়নি। জাতীয় ৪ নেতাকে হত্যা করে তারা দেশকে মেধাশূণ্য করতে চেয়েছিল। তাই এই অপরাধের জন্য তাদের মরোনত্ত বিচার হওয়া উচিৎ। তিনি গতকাল শুক্রবার মুন্সীগঞ্জের লৌহজংয়ের দক্ষিন মেদিনী মন্ডল জামে মসজিদে জুমার নামাজ শেষে জাতীয় চার নেতার স্মরণে দোয়া ও মিদাল মাফিল শেষে সাংবাদিকদের সাথে অলাপকালে এ কথা বলেন। জেনারেল মাহবুবে আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২(লৌহজং-টঙ্গীবাড়ি ) আসন হতে সম্ভব্য অওয়ামী লীগ প্রার্থী হয়ে জাতীয় নির্বাচনে অঙশ গ্রহনের আগ্রহ প্রকাশ করে সকলের দোয়া প্রার্থনা করেন। তিনি ওই মসজিদে ব্যক্তিগতভাবে আর্থিক অনুদানও প্রদান করেন। এ সময় তার সঙ্গে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা রাশেদুল হাসান মুন্না, থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদ আশাদুজ্জামন রচি, কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কলমা ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব শেখ প্রমূখ।
×