ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মান্দায় ট্রাক-ভটভটি মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ১, আহত ৬

প্রকাশিত: ২৩:১৮, ৩ নভেম্বর ২০১৭

মান্দায় ট্রাক-ভটভটি মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ১, আহত ৬

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ আজ শুক্রবার দুপুরে নওগাঁর মান্দায় বাঁশ বোঝাই ভটভটি ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই জনি (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত জনি রাজশাহীর মোহনপুর উপজেলার খয়রা গ্রামের কোরবান আলীর পুত্র। নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌদ্দমাইল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ভটভটির চালক, ট্রাকের চালক ও তার সহযোগীসহ ৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের নাম ও পরিচয় পাওয়া গেছে। এরা হলো, নওগাঁ সদর উপজেলার আলেদাদপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে ইমদাদুল হক (৩২) ও দক্ষিণ আন্দারকোটা গ্রামের আফজাল হোসেনের ছেলে উজ্জল হোসেন (৩৫)। তারা তেঁতুলিয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। আহত অন্যদের পরিচয় জানা যায়নি। আহত উজ্জল হোসেন জানান, তারা রাজশাহী শহরের খড়খড়ি এলাকায় রাজুর আড়তে মাছ বিক্রি করে নওগাঁ ফিরছিলেন। পথে উল্লেখিতস্থানে বাঁশবোঝাই ভটভটির সঙ্গে তাদের বহনকারী ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। থানার অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহত জনির লাশ উদ্ধারসহ দুর্ঘটনা কবলিত ট্রাক ও ভটভটি হেফাজতে নেয়া হয়েছে।
×