ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে শিশু নির্যাতনের অভিযোগে বৃদ্ধ আটক

প্রকাশিত: ২৩:১৫, ৩ নভেম্বর ২০১৭

বরিশালে শিশু নির্যাতনের অভিযোগে বৃদ্ধ আটক

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার মুলাদী উপজেলার পশ্চিম চরলক্ষ্মীপুর গ্রামে ছয় বছরের এক শিশু কন্যাকে নির্যাতনের ঘটনায় মোশারফ হোসেন (৬২) নামের এক বৃদ্ধকে আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে আটক করেছে পুলিশ। শিশুর মা ফজিলাতুন্নেছা বেগম লম্পট মোশারফের বিচার চেয়ে ২ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়েরের পর পুলিশ মোশারফকে আটক করেছে। অপরদিকে ঘটনাটি ধামাচাঁপা দেয়ার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানের ভাই এনামুল হক নির্যাতিত শিশুর চাচাকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিত শিশুর চাচা লালচাঁন মিয়া জানান, গত পহেলা অক্টোবর সন্ধ্যায় পাশের বাড়ির মোশারফ হোসেন তার মালদ্বীপ প্রবাসী ভাইয়ের মেয়েকে ঘরে ডেকে নিয়ে যৌণ হয়রানী করে। এসময় শিশুর চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে মোশারফ পালিয়ে যায়। তিনি (লালচাঁন) আরও জানান, বিষয়টি জানার পর মোশারফকে খুঁেজ বের করে কয়েকটি চর থাপ্পর মারা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওইদিন রাতেই ইউপি চেয়ারম্যানের ছোট ভাই এনামুল হক তাকে ডেকে নিয়ে বেদম প্রহার করেছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন বলেন, শিশু নির্যাতনের অভিযোগ পাওয়ার পর থানায় জানানো হলে পুলিশ অভিযুক্ত মোশারফ হোসেনকে আটক করেছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত রির্পোটের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
×