ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মিয়ানমার সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব

প্রকাশিত: ১৯:০৬, ৩ নভেম্বর ২০১৭

মিয়ানমার সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক দলের সিনিয়র আইনপ্রণেতারা মিয়ানমার সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার তারা সিনেটে একটি বিল উত্থাপন করেন। এমন সময় এই বিষয়ে তারা কথা বললেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রায় সপ্তাহব্যাপী এশিয়া সফর শুরু করেছেন। বিলে নিষেধাজ্ঞার পক্ষে কথা বলেন মার্কিন সিনেটের আর্মড সার্ভিস কমিটির চেয়ারম্যান, রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন এবং ডেমোক্র্যাট সিনেটর বেন কার্ডিন। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনী অব্যাহত নিপীড়নের অভিযোগ আনেন তারা। উত্থাপিত এই বিলে সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে এই প্রথম ট্রাম্প এশিয়ার দেশগুলো সফরে বেরিয়েছেন। যাবেন চীনেও। এশিয়ার প্রধান অর্থনৈতিক এই দেশটির সঙ্গে তার রোহিঙ্গা ইস্যুতে কথা হতে পারে বলেও মনে করা হচ্ছে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন আগামী ১৫ নভেম্বর রাখাইন সফরে যাচ্ছেন। দেশটিতে এটিই হবে তার প্রথম সফর। ট্রাম্পের সঙ্গে এশিয়া সফর শেষে সেখানে যাবেন তিনি। কথা বলবেন রোহিঙ্গা ইস্যুতে। সফরে তিনি মিয়ানমারের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
×