ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টাঙ্গাইলের মাদক বিক্রেতার হামলায় আহত যুবকের মৃত্যু

প্রকাশিত: ০২:১৩, ২ নভেম্বর ২০১৭

টাঙ্গাইলের মাদক বিক্রেতার হামলায় আহত যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ টাঙ্গাইলের কালিহাতীতে মাদক বিক্রেতার হামলায় আহত যুবক আব্দুর রশিদ ঠান্ডু (৩৫) বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় খলিল নামে একজনকে মধুপুর থেকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ। এ বিষয়ে নিহতের মা রাশেদা বেগম বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে কালিহাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহত আব্দুর রশিদ ঠান্ডু উপজেলা সদরের দক্ষিণ বেতডোবা গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে। এ ঘটনায় পুরো এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী হামলাকারী মাদক বিক্রেতা ন্যাংড়া খলিলের ফাঁসি দাবি করেছে। স্থানীয় সূত্র ও মামলার বিবরণে জানা যায়, গত রবিবার দুপুর ১২ টায় কলেজ রোডে রেজিস্ট্রি অফিস সংলগ্ন সড়কে মাদক ব্যবসায়ী নাংড়া খলিল ঠান্ডুর মাথা ও মুখে আঘাত করলে স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। সেখানেও অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। স্বজনরা তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন ঠান্ডুর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বড় বোন ছালেহা বেগম ও কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন। কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন জানান, এ ঘটনায় মধুপুরের আমৃতলা থেকে ন্যাংড়া খলিলকে আটক করা হয়েছে।
×