ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে বিলে মাছ ধরতে গিয়ে কিশোরের মৃত্যু

প্রকাশিত: ০১:৩৯, ২ নভেম্বর ২০১৭

গাজীপুরে বিলে মাছ ধরতে গিয়ে কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে মাছ ধরতে গিয়ে বিলের পানিতে ডুবে এক কিশোর মারা গেছে। ঘটনার প্রায় ২৪ ঘন্টা পর বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার লাশ উদ্ধার করে। নিহতের নাম দীপু (১৭)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের বাইমাইল এলাকার মোশারফ হোসেনের ছেলে। গাজীপুর সিটি কর্পোরেশনের স্থানীয় কাউন্সিলর মোঃ আব্বাস উদ্দিন জানান, বুধবার দুপুরে দীপুসহ স্থানীয় ৪ কিশোর বাইমাইল এলাকার বিলে মাছ ধরতে যায়। সেখানে সাতার কাটার এক পর্যায়ে দীপু পানিতে তলিয়ে যায়। এ সময় তার সঙ্গী অপর ৩ কিশোর খোঁজাখুজি করেও দীপু সন্ধান না পেয়ে পরিবারকে খবর দেয়। পরে দীপুর পরিবারের লোকজন ও এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুজি করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরিরা রাতে ঘটনাস্থলে খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। পরদিন বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের ঢাকা সদর দপ্তর থেকে আসা ডুবুরিরা ফের তল্লাশি চালিয়ে দুপুর ২টার দিকে দীপুর লাশ উদ্ধার করে।
×