ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজধানীতে মা-ছেলে হত্যা ॥ গৃহকর্তার তৃতীয় স্ত্রী আটক

প্রকাশিত: ০০:৪৪, ২ নভেম্বর ২০১৭

রাজধানীতে মা-ছেলে হত্যা ॥ গৃহকর্তার তৃতীয় স্ত্রী আটক

অনলাইন রিপোর্টার ॥ রাজধানীর কাকরাইলে বাসায় ঢুকে মা ও ছেলেকে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গৃহকর্তা আব্দুল করিমের তৃতীয় স্ত্রী শারমিন আক্তার মুক্তাকে আটক করেছে পুলিশ। রাজমনি প্রেক্ষাগৃহের পশ্চিম দিকে তমা সেন্টারের পাশের গলির একটি বাড়িতে বুধবার সন্ধ্যার এ হত্যাকাণ্ডের ঘটনায় বাড়ির মালিক গ্রোসারি ব্যবসায়ী করিমসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য রাতেই থানায় নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর নয়া পল্টনের একটি বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য করিমের তৃতীয় স্ত্রী মুক্তাকে আটক করা হয়। তমা সেন্টারের পাশের গলির যে বাড়িতে হত্যাকাণ্ড ঘটে তার পেছনেও ব্যবসায়ী করিমের ছয়তলা একটি বাড়ি রয়েছে। এছাড়া নয়া পল্টনে পলওয়েল মার্কেটে তার দোকান রয়েছে। যে বাড়িটিতে হত্যাকাণ্ড ঘটে তার পঞ্চম তলার এক পাশে করিম তার স্ত্রী শামসুন্নাহার ও ছোট ছেলে শাওনকে নিয়ে থাকতেন। অন্য পাশে কেউ থাকতেন না। তবে হত্যাকাণ্ডের সময় করিম ঘরে ছিলেন না। ওই সময় ফ্ল্যাটে থাকা শামসুন্নাহারের গৃহকর্মী রাশিদার ভাষ্য, বুধবার সন্ধ্যায় তিনি রান্নাঘরে ছিলেন। হত্যাকাণ্ডের সময় কে বা কারা রান্নাঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। এসময় ঘর থেকে চিৎকারও শুনতে পান তিনি। পরে ওই ভবনের দারোয়ান নোমান এসে রান্নাঘরের সিটকিনি খুলে দিলে বাইরে বের হয়ে হত্যার বিষয়টি দেখতে পান তিনি। আর ভবনে দারোয়ান কাম তত্ত্বাবধায়ক নোমান বলছেন, ওপর থেকে একজন লোক নিচে এসে বলে, ‘ওপরে যান, সেখানে মারামারি লাগছে’। তখন তিনি উপরে উঠে পাঁচ তলার সিড়িতে শাওনের লাশ ও ভেতরে শামসুন্নাহারের লাশ দেখতে পান। এ ঘটনায় গৃহকর্মী রাশিদা ও দারোয়ান নোমানসহ জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্তা আব্দুল করিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রেখেছে পুলিশ।
×