ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খালেদার গাড়ী বহরে হামলার মামলায় গ্রেফতার ১৩

প্রকাশিত: ১৯:২৬, ২ নভেম্বর ২০১৭

খালেদার গাড়ী বহরে হামলার মামলায় গ্রেফতার ১৩

নিজস্ব সংবাদদাতা, ফেনী ॥ বিএনপির সভাপতি বেগম খালেদা জিয়া কক্সবাজার থেকে ফেরার পথে ফেনীর মহিপালে গাড়ী বহরের পেছনে পেট্রোলবোমা হামলা ও গাড়ীতে আগুনের ঘটনার মামলায় আজ বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে ফেনী পৌর সভার সাবেক কমিশনার ও বিএনপি নেতা দেলওয়ার হোসেন বাবুল, সোনাগাজী পৌর বিএনপির সহ সভাপতি মোবারক হোসেন দুলাল, ফুলগাজী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামাল হোসেন সহ ১৩ জন। এদর সকলকে আদালতে পাঠানো হবে এবং রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনেসপেক্টর রাশেদ খান চৌধুরী। এ নিয়ে মামলায় মোট প্রেফতার ১৯ জন। গাড়ী পোড়ার ঘটনায় ফেনী থানার সাব ইনেসপেক্টর নুর উদ্দিন বাদী হয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের ১৯ জন নেতা কর্মীর নাম উল্লেখ করে এজাহার করা হয়েছে।
×