ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্ত্রীর সঙ্গে অভিমান করে রোহিঙ্গার আত্মহত্যা

প্রকাশিত: ০৩:২৮, ১ নভেম্বর ২০১৭

স্ত্রীর সঙ্গে অভিমান করে রোহিঙ্গার আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ শহরের পাহাড়তলীর নজির হোসেনের ঘোনায় স্ত্রীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে রনি নামে এক রোহিঙ্গা যুবক। বুধবার ভোরে নিজ বাড়িতে রেজাউল করিম রনি গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। জানা যায়, দীর্ঘদিন ধরে বাবা-মার সঙ্গে বাংলাদেশ বসবাস করছিল রোহিঙ্গা রেজাউল করিম রনি। লেখাপড়াও কিছুটা চালিয়ে গেছেন এখানে। এক সময় প্রেমে পড়েন পশ্চিম পাহাড়তলীর জনৈক কহিনুরের সঙ্গে। পরে সামাজিকভাবে বিয়েও হয় তাদের। পারিবারিক কলহের জেরে দীর্ঘদিন ধরে ঝগড়া লেগেই আছে রনি ও কহিনুর দম্পতির মধ্যে। মঙ্গলবারও ঝগড়া হলে দু’টি সন্তান নিয়ে বাপের বাড়ি চলে যায় স্ত্রী কহিনুর। এতে ক্ষোভে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ত্রীর প্রতি ভালবাসার অভিমানি স্ট্যাটাস দেন তিনি। বুধবার ভোর ৫টার দিকে নিজ বাড়িতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে রোহিঙ্গা রণি। কক্সবাজার সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
×