ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে গৃহবধুকে নির্যাতন

প্রকাশিত: ০২:১৩, ৩১ অক্টোবর ২০১৭

সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে গৃহবধুকে নির্যাতন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁ যৌতুকের দাবিতে সফুরা বেগম নামের এক গৃহবধুকে পিটিয়ে মারাত্মক আহত করার অভিযোগ পাওয়া গেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। স্বামীর নির্যাতনে ওই গৃহবধুর চোখে মারাতœক আঘাত হয়েছেন। তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে সোনারগাঁ পৌরসভার সাহাপুর এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেলে ওই গৃহবধু বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম। অভিযোগ সুত্রে জানা গেছে, সোনারগাঁ পৌরসভার সাহাপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেনের সঙ্গে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার রায়পুরা গ্রামের আব্দুস সোবহানের মেয়ে সফুরা বেগমের ১০ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের জন্য নির্যাতন করে আসছিলো। ওই গৃহবধু স্বামীর বাড়ি থেকে কয়েক দফায় যৌতুকে টাকা এনে দেন। তাদের সংসারে ৭ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। গত রাতে তারা আবারো যৌতুকের টাকার জন্য চাপ দেন। এতে গৃহবধু রাজী না হওয়ায় স্বামী জাহাঙ্গীর হোসেন, শ্বশুর শাহাবুদ্দিন, শ্বাশুড়ি পিয়ারা বেগম বেধড়ক পিটায়। পরে তারা একটি গাছের সঙ্গে গৃহবধুর মাথা ঠুকে। এসে সফুর বেগম চোখে মারাতœক আঘাত প্রাপ্ত হয়। পরে মারাত্মক আহত অবস্থায় ওই প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চোখের চিকিৎসার জন্য গৃহবধুকে ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে। আহত গৃহবধু সফুরা বেগম জানান, আমার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের টাকার জন্যই আমাকে পিটিয়ে চোখে নষ্ট করার উদ্দ্যোশে চোখে আগাত করে। সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম বলেন, গৃহবধু সফুরা বেগম ঢাকার চিকিৎসাধীন আছে। তিনি নিজে বাদি হয়ে নির্যাতনের বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
×