ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জয়পুরহাটে আদিবাসী পল্লীতে হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০১:৪৩, ৩১ অক্টোবর ২০১৭

জয়পুরহাটে আদিবাসী পল্লীতে হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ জয়পুরহাটের চক ঈশ্বরপুর গ্রামে আদিবাসী পল্লীতে জমিজমা বিরোধের জের ধরে অদিবাসী নগেন পাহানের বাড়িতে ভাংচুর ও আগুন লাগানো ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকালে জয়পুরহাটে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে জয়পুরহাটের আদীবাসীরা। জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদের সামনে প্রধান সড়কে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ওই মানববন্ধন চলাকালে জাতীয় অদিবাসী পরিষদ জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্র সরেন, কেন্দ্রীয় নেতা সুধীর মুন্ডা, জেলা অদিবাসী পরিষদের সভাপতি এডভোকেট বাবুল রবিদাস প্রমূখ। নগেন পাহানের বাড়িতে ভাংচুর ও আগুন লাগানো মামলার সকল আসামীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।
×