ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আড়াইহাজারে বিএনপির ৭৭ নেতাকর্মীর জামিন নামঞ্জুর

প্রকাশিত: ০০:১৯, ৩১ অক্টোবর ২০১৭

আড়াইহাজারে বিএনপির ৭৭ নেতাকর্মীর জামিন নামঞ্জুর

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে নাশকতার ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ৭৭ জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। একই মামলায় বিএনপির সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ চার আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ বেগম হোসনে আরা আক্তারের আদালত এ আদেশ দেন। জামিন প্রাপ্ত নেতারা হচ্ছেন- দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, আড়াইহাজার থানা যুবদল নেতা জুয়েল আহমেদ, আইনজীবী কামাল হোসেন ও অনার্সের পরীক্ষার্থী সোহাগ। আসামীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাচঁরুখী এলাকার নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় হাইকোর্ট থেকে বিএনপির ৮৮ জন নেতাকর্মী জামিনে ছিলেন। ২৫ অক্টোবর সেই জামিনের মেয়াদ শেষ হয়। বিএনপির সহ-আন্তজাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ আদালতে হাজির হলে ৩১ তারিখ পর্যন্ত তাকে জামিন দেয়া হয়। আজ মঙ্গলবার জামিনের মেয়াদ শেষ হওয়ায় ৮৭ আসামির মধ্যে ৮১ জন আদালতে হাজির হয়। এ সময় আদালত শাররিক অসুস্থতার কারণে নজরুল ইসলাম আজাদ, আইনজীবি কামাল হোসেন, যুবদল নেতা জুয়েল আহমেদ, অনার্স পরিক্ষার্থী সোহাগকে জামিন দেন। বাকি ৭৭ আসামীর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান আরো বলেন, এটি একটি মিথ্যা মামলা। নেতাকর্মীদের হয়রানী করা জন্যই এ মামলাটি দেয়া হয়েছে। সরকার পতনের আন্দোলনে ভীতি হয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এসব দায়ের করা হচ্ছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উদযাপনকে কেন্দ্র করে গত ৬ সেপ্টেম্বর আড়াইহাজারে বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আড়াইহাজার থানা পুলিশ বাদী হয়ে নজরুল ইসলাম আজাদকে প্রধান আসামি করে ৮৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামী করে নাশকতার অভিযোগে মামলা দায়ের করে।
×