ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আড়াইহাজারে রাস্তা নিয়ে সংঘর্ষ ॥ আহত ১৫

প্রকাশিত: ০০:১৪, ৩১ অক্টোবর ২০১৭

আড়াইহাজারে রাস্তা নিয়ে সংঘর্ষ ॥ আহত ১৫

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে পারিবারিক রাস্তা নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে। আহতদেরকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকাল ১০টায় আড়াইহাজার উপজেলা সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। আড়াইহাজার থানা পুলিশ সূত্রে জানা গেছে, আড়াইহাজার উপজেলা সদর এলাকার বিশ্বনাথ ভৌমিকের সঙ্গে ও তার চাচাতো ভাই উত্তম ভৌমিকের সঙ্গে পারিবারিক রাস্তা নিয়ে বেশ কিছু দিন যাবত উত্তেজনা চলছিল। সম্প্রতি আড়াইহাজার পৌর মেয়র হাবিবুর রহমান উদ্যোগ নিয়ে রাস্তা নেয়ার সিদ্ধান্ত দেয়। কিন্তু বিশ্বনাথ ভৌমিক গং এ সিদ্ধান্ত অগ্রাহ্য করে। মঙ্গলবার সকাল ১০টার দিকে বিরোধপুর্ণ জায়গায় বিশ্বনাথ ভৌমিক পক্ষে ওই জায়গায় দেয়াল নির্মাণ করতে শুরু করলে উত্তম ভৌমিক পক্ষ তাতে বাঁধা দেয়। এই বাঁধা দেয়াকে কেন্দ্র করে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আড়াইহাজার পৌরসভার মেয়র হাবিবুর রহমান জানান, দুইপক্ষের মধ্যে বিষয়টি মিমাংসার চেষ্টা করেছি। এক পক্ষ না মানার কারণে তার সমাধান করা যায়নি। আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
×