ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে আওয়ামীলীগের দুইপক্ষের সংঘর্ষে আহত ১২

প্রকাশিত: ০০:১২, ৩১ অক্টোবর ২০১৭

খাগড়াছড়িতে আওয়ামীলীগের দুইপক্ষের সংঘর্ষে আহত ১২

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়িতে আওয়ামীলীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষের ১২ জন আহত হয়েছে। গতরাতে শ্রমিকলীগের এক নেতাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে মঙ্গলবার বেলা ১১টায় প্রতিবাদ মিছিল বের করে স্থানীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার সমর্থকরা। মিছিলকারীদের প্রতিহত করতে প্রতিপক্ষ খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমের সমর্থকরা মিছিল বের করে। আদালত সড়কের মাস্টারপাড়া মুখ এলাকায় উভয় পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে বলে দাবি করেছে নেতাকর্মীরা। এএসপি হেড কোয়াটার আব্দুল আউয়াল দাবি করেছেন সংর্ঘষ থামাতে গিয়ে একজন এসআই সহ দুই পুলিশ সদস্য আহত হয়েছে। এ ছাড়া সংর্ঘষে আরো ১০ জন আহত হয়। তিনি জানান সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ ৩ রাউন্ড ফাঁকা গুলি বষন করেছে। উল্লেখ্য সোমবার রাতে খাগড়াছড়ি জেলা সদরের গঞ্জপাড়া এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় পৌর শ্রমিকলীগ নেতা বেলাল হোসেনকে। এঘটনার জন্য সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার লোকজন তাপদের প্রতিপক্ষ পৌর মেয়র মোঃ রফিকুল আলম এর গ্রুপকে দায়ী করেছে।
×