ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় ইউপি মেম্বারের নির্যাতনের পর কিশোরীর আত্মহত্যা

প্রকাশিত: ২০:৫০, ৩১ অক্টোবর ২০১৭

নেত্রকোনায় ইউপি মেম্বারের নির্যাতনের পর কিশোরীর আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের এক ইউপি মেম্বারের নির্যাতনের শিকার হয়ে হাফসানা আক্তার(১৫) নামের এক কিশোরী বিষ খেয়ে আত্মহত্যা করেছে। মাদ্রাসা ছাত্রী হাফসানা ওই ইউনিয়নের নাটেরকোনা গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে। আজ মঙ্গলবার সকালে এ ব্যাপারে কিশোরীর মা মঞ্জুরা খাতুন বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করেছেন। জানা গেছে, মৌগাতি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হামিদ ডেন্ডু গত ইউপি নির্বাচনের সময় হাফসানার বাবা জয়নাল আবেদীনের কাছ থেকে এক লাখ টাকা ধার নেন। পরবর্তীতে বারবার তাগাদা দেয়ার সত্ত্বেও তিনি পাওনা পরিশোধে টালবাহানা করছিলেন। রবিবার জয়নাল উদ্দিন, তার স্ত্রী মঞ্জুরা খাতুন ও মেয়ে হাফসানা আক্তার পাওনা টাকা চাইতে ডেন্ডু মেম্বারের বাড়িতে যান। এ সময় ডেন্ডু মেম্বার লাঠি নিয়ে তাদের ওপর চড়াও হন এবং তাদের মারধর করেন। এ অপমান, লজ্জা ও ক্ষোভ সইতে না পেরে কিশোরী হাফসানা আক্তার সোমবার সকালে বিষ খায়। পরে অসুস্থ অবস্থায় স্বজনরা তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা স্বীকার করে নেত্রকোনা মডেল থানার ওসি আমীর তৈমুর ইলী জানান, নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে কিশোরীর লাশের ময়নাতদন্ত হয়েছে। এদিকে ডেন্ডু মেম্বার তার স্ত্রী-সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে পালিয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
×