ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝিনাইদহে হরতাল ডেকে মাঠে নেই বিএনপি

প্রকাশিত: ১৮:০৩, ৩১ অক্টোবর ২০১৭

ঝিনাইদহে হরতাল ডেকে মাঠে নেই বিএনপি

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির আজ অর্ধদিবস হরতালের ডাক দিয়ে মাঠে নেই বিএনপি নেতা-কর্মী। বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ আব্দুল ওহাবের বিরুদ্ধে গতকাল সোমবার দুদকের মামলায় ৮ বছরের সাজা ও গ্রেফতারের প্রতিবাদে শৈলকুপা উপজেলা বিএনপি যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে সকাল ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ হরতালের ডাক দেয়। হরতালের পক্ষে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের কোন ধরনের মিছিল, পিকেটিং ও চোখে পড়েনি। সকাল শহর ও এলাকায় জনজীবন স্বাভাবিক রয়েছে। সড়ক-মহাসড়কে যানবাহন চলছে। দোকান-পাট খোলা রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে কর্মজীবি মানুষদের অফিস-আদালতে যাচ্ছেন। উল্লেখ্য, দুদকের দায়ের করা দুর্নীতি’র মামলায় বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শৈলকুপা উপজেলা বিএনপি’র সভাপতি ঝিনাইদহ ১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওহাবকে ৮ বছরের সশ্রম কারাদন্ড ৪৫ হাজার টাকা জরিমানা ও জ্ঞাত আয় বর্হিভূত ৯৩ লাখ ৩৬৯ টাকার অবৈধ সম্পদ বাজেয়াপ্তের আদেশ দেয় আদালত। দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত একটি দুর্নীতির মামলার পৃথক দুটি ধারায় যশোর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) নিতাই চন্দ্র সাহা সোমবার সকালে এ আদেশ দেন। বিএনপি নেতার বিরুদ্ধে রায় ঘোষনার পর ক্ষুদ্ধ বিএনপি নেতা কর্মীরা প্রতিবাদ জানিয়ে যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আজ মঙ্গলবার শৈলকুপা উপজেলায় আর্ধদিবস হরতালের ডাক দেয়।
×