ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দিনাজপুরের ভারতে আটক ২ বাংলাদেশীকে হস্তান্তর

প্রকাশিত: ০০:১৭, ৩০ অক্টোবর ২০১৭

দিনাজপুরের ভারতে আটক ২ বাংলাদেশীকে হস্তান্তর

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বাংলাদেশ থেকে ভারত সীমানায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ২ কিশোর ১৪ মাস কারাভোগ শেষে হিলিস্থলবন্দর দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে। দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর পুলিশের অফিসার্স ইনচার্জ এসআই আফতাব হোসেন জানান, সোমবার দুপুর ২টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিস্থলবন্দরে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক ২ বাংলাদেশী কিশোর ১৪ মাস কারাভোগ শেষে ভারতীয় পুলিশ তাদের নিজ দেশে ফেরত পাঠায়। ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শুভায়ণ অবজারভেশন হোমে ১৪ মাস নিরাপত্তা হেফাজতে আটকের পর বিএসএফ তাদেরকে বিজিবি ও বাংলাদেশী ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এসময় উপস্থিত ছিলেন ভারতের অবজারভেশন হোমের সুপার দাওয়া দরজি শেরপা, ভারতীয় হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি নাজীর হুসেন, বাংলাদেশের হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আফতাব হোসেন, বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাহবুব আলম, বালুরঘাট চাইল্ড লাইনের কো-অর্ডিনেটর সুরজ দাসসহ বিজিবি ও বিএসএফ সদস্যরা। দেশে ফিরে আসা ২ কিশোর হলো সিরাজগঞ্জ সদর উপজেলার পশ্চিম কোনাগাতি গ্রামের আব্দুল কাদেরের পুত্র মেহেদী হাসান (১৭) এবং ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার গোড়াইল গ্রামের উমেদ ভুঁইয়ার পুত্র সুমন ভুঁইয়া (১৭)।
×