ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নড়াইলে গাছে বেঁধে শিক্ষক নির্যাতন ॥ বিচারের দাবি

প্রকাশিত: ২১:১২, ৩০ অক্টোবর ২০১৭

নড়াইলে গাছে বেঁধে শিক্ষক নির্যাতন ॥ বিচারের দাবি

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ নড়াইলে লোহাগড়ার উপজেলার লাহুড়িয়ার মাঝিপাড়ার শিক্ষক মনি কুমার বিশ্বাসকে গাছে বেঁধে শিক্ষক নির্যাতন মামলার আমামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় নড়াইল আদালত সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষক,ছাত্র,অভিভাবক,সচেতন নাগরিকসহ সকল শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ঘন্টা ব্যাপি মানববন্ধনে মানববন্ধনে নির্যাতনের শিকার শিক্ষক মনি কুমার বিশ্বাসকে নির্যাতন মামলার আসামী রবিউল মোল্যা, মনিরুল মোল্যা, আনিচুর মোল্যা, লাহুড়িয়া ইউপি মেম্বর আকবর ও তার ভাই আমিনুরকে দ্রুত গ্রেফতার ও ন্যায় বিচারের দাবি জানিয়ে বক্তব্য দেন, হিউম্যান ডিফেন্ডার ফোরাম ( এইচআরডিএফ) এর সভাপতি এ্যাডভোকেট এস এ মতিন,সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান,জেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক মলয় কান্তি নন্দী প্রমুখ। এ সময় বক্তারা শিক্ষক মনি কুমার বিশ্বাসের উপর নির্যাতনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। উল্লেখ, লোহাগড়ার মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মনি কুমার বিশ্বাসের কাছে বেশ কিছুদিন যাবত ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো লাহুড়িয়া ইউপি মেম্বার আকবর হোসেনসহ তার অনুসারীরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ২ অক্টোবর রাতে গাছে বেঁধে মনি কুমারকে হাতুড়ি ও লাঠি দিয়ে মারধর করা হয়। এ সময় চিহিৃত দুর্বৃত্তদের ৫০ হাজার টাকা দেন মনি কুমারের পরিবার। পরবর্তীতে আরো সাড়ে ৪ লাখ টাকা আদায়ের জন্য ব্যাংক চেক এবং স্ট্যাম্পে স্বাক্ষর নেয় অভিযুক্তরা।
×