ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বারজানির পদত্যাগ

প্রকাশিত: ১৯:৪৮, ৩০ অক্টোবর ২০১৭

বারজানির পদত্যাগ

অনলাইন ডেস্ক ॥ ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের প্রধান মাসুদ বারজানি পদত্যাগ করেছেন। কুর্দিস্তানের স্বাধীনতার উদ্যোগ নিয়ে বাগদাদের সঙ্গে বিদ্যমান অচলাবস্থার মধ্যে তিনি পদত্যাগ করলেন। রোববার বারজানি পদত্যাগ করেন। ওই অঞ্চলের পার্লামেন্ট পদত্যাগের অনুমোদন দিয়েছে। মাসুদ বারজানি এক চিঠিতে জানান, তার ক্ষমতার মেয়াদ আর বাড়াতে চান না তিনি। আগামী চার দিনের মধ্যে তার ক্ষমতার মেয়াদ শেষ হবে। প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর ইরাকি সৈন্যদের হাতে তেলসমৃদ্ধ শহর কিরকুকে কুর্দিরা পরাজিত হয়। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের কুর্দিরা বাগদাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও গত ২৫ সেপ্টেম্বর স্বাধীনতা প্রশ্নে গণভোট আয়োজন করে। গণভোটে কিরকুকের কুর্দিরাও অংশ নিয়েছিল। কুর্দিস্তানের স্বাধীনতার পক্ষে বিপুল ভোট পড়ার পর থেকেই বাগদাদের সরকারের সঙ্গে তাদের সংঘাত দানা বাঁধতে শুরু করে। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি এ গণভোটকে অসাংবিধানিক বলে আখ্যা দেন। স্বাধীনতার পক্ষে বিপুল ভোট পড়ার পরও ৭১ বছর বয়সি এই নেতার পদত্যাগে অনেক কুর্দি উদ্বিগ্ন হয়ে পড়েছে। মাসুদ বারজানি ১৯৪৬ সালের আগস্টে জন্মগ্রহণ করেন। তিনি কুর্দিস্তান ডেমোক্র্যাটিক পার্টির (কেডিপি) প্রতিষ্ঠাতা মোস্তাফা বারজানির ছেলে। ১৯৭৯ সালে তারা বাবার মৃত্যুর পর তিনি কেডিপির দায়িত্ব নেন। ২০০৫ সালে ইরাকের কুর্দিস্তানের প্রেসিডেন্ট হন তিনি। এ ছাড়া তিনি ২০০৯ সালে প্রেসিডেন্ট পদে জয় লাভ করেন। যার মেয়ার ২০১৩ সাল পর্যন্ত বাড়ান। সূত্র : বিবিসি অনলাইন।
×