ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯

প্রকাশিত: ১৯:০৪, ৩০ অক্টোবর ২০১৭

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় নরসিংদীতে ২শিক্ষক সহ ৯ জন নিহত ও অপর ২৭ জন আহত হয়েছে । ঢাকা -সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার কান্দাইল বাসষ্ট্যান্ডে ও শিবপুর উপজেলার কারারচর নামক স্থানে সোমবার সকালে এ হতাহতের ঘটনা ঘটে । জানাগেছে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ত্রান বিতরন শেষে সিলেট ফেরার পথে মাইক্রোবাস নং ঢাকা মেট্রো চ- ১৬- ০২৫২ সোমবার সকাল ৭টায় কান্দাইল বাসষ্ট্যান্ডে পৌছলে উল্লেখিত স্থানে পৌছলে নরসিংদী থেকে নারায়নগঞ্জ গামী যাত্রী বাহি বাস সিলেট ব-৫৯০৪ এর মুখোমুখি সংঘর্ষ হয় । এতে মাইক্রোবাসের ৪ যাত্রী ঘটনাস্থলে নিহত এবং ২ যাত্রী নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ।এনিয়ে মৃতের সংখ্যা দাড়ায় ৬ জনে । এরা হচ্ছে আবদুল বাছেদ (৩৫),হেলাল মিয়া (২৬),কাউছার হাবিব (৩৩),শব্দরআলী (৩২) , ও নরসিংদী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বাবুল হোসেন (৩২) ও মোঃ রেজাউল করিম (৩৮) । এ ঘটনায় অপর আহত ২৩ জনকে নরসিংদী সদর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে । খবর পেয়ে নরসিংদী ও মাধবদী ফায়ারসার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে দুমড়ে মুচড়ে যাওয়া বাস ও মাইক্রো বাসটি উদ্ধার করে । মাধবদী থানার ওসি ইলিয়াছ মোল্লা জানান, তাৎক্ষনিক ভাবে ঘটনায় উদ্ধারকৃত হতাহতদের পরিচয় মেলেনি । বাসও মাইক্রো বাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে । অপর ঘটনাটি ঘটেছে শিবপুর উপজেলার কারারচর নামক স্থানে সোমবার সকাল ৯টায়। যাত্রীবাহি বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ শিক্ষক সহ ৩ জন নিহত ও অপর ৪ জন আহত হয়েছে । শিবপুর থানার ওসি সৈয়দুজ্জামান জানান, হবিগঞ্জ থেকে ঢাকাগামি অগ্রদুত পরিবহনের যাত্রীবাহি বাস নং ঢাকা মেট্রো ব-১১- ৬৬৮৫ উল্লেখিত স্থানে পৌছলে বিপরীত মুখি নরসিংদীর ভেলানগর থেকে ইটাখোলা বাহি লেগুনার মুখোমুখি সংঘর্ষ ঘটে । এতে কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চবিদ্যালয়ের শিক্ষক আরমান মিয়া (৫০) ,দগরিয়া মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় চিনিশপুর জামে মসজিদের ইমাম মাছুম বিল্লাহ (৩২) ও লেগুনা চালক সুজন (২০) ঘটনাস্থলেই নিহত হয় ।আহত হয় লেগুনার যাত্রী সোহাগ (২৬) সামসুল হক (২৭),ফাতেমা বেগম (৩৫) ও সালমা বেগম (২২) । এদেরকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×