ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাতি দিয়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানালেন এক বিএনপি নেতা

প্রকাশিত: ০৫:১৮, ৩০ অক্টোবর ২০১৭

হাতি দিয়ে খালেদা  জিয়াকে অভ্যর্থনা জানালেন এক বিএনপি নেতা

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২৯ অক্টোবর ॥ কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ বিতরণ করতে যাওয়ার সময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হাতি দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক এনাম। রবিবার দুপুরে খালেদা জিয়ার গাড়িবহরে পটিয়ায় প্রচন্ড ভিড় সৃষ্টি হয়েছে। যার কারণে চট্টগ্রাম-কক্সবাজার আরাকান মহাসড়কের পটিয়াসহ প্রতিটি এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। সকাল ১০টায় শাহ আমানত তৃতীয় সেতু থেকে শুরু করে পটিয়া উপজেলার মোজাফরাবাদ এলাকা পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন স্পটে শোডাউন করে। খালেদা জিয়া কক্সবাজারের উদ্দেশে চট্টগ্রাম শহর থেকে রওনা হয়ে দুপুর দেড়টার দিকে পটিয়ায় প্রবেশ করেন। ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক এনামের নেতৃত্বে ২টি হাতির মাধ্যমে নেত্রীকে অভ্যর্থনা জানাতে শত শত নারী-পুরুষ ভিড় করে। ভেল্লাপাড়া ব্রিজের এক কিলোমিটার পর শান্তিরহাট এলাকায় জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম নেছার, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ ইসমাইল চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক চেয়ারম্যান শফিকুল ইসলামের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা অবস্থান নিয়ে নেত্রীকে স্বাগত জানান। এছাড়া পটিয়া সদরের হাসপাতাল গেট এলাকায় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী টিপু, কলেজ গেটের দলীয় কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলমসহ দলীয় নেতৃবৃন্দ বিভিন্ন স্পটে রাস্তার পাশে দাঁড়িয়ে ভিড় করে এবং স্লোগান দেয়। পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ নেয়ামত উল্লাহ বলেন, খালেদা জিয়ার গাড়িবহর বেলা আড়াইটার দিকে পটিয়া ত্যাগ করে। এতে কোন ধরনের সমস্যা হয়নি। শান্তিপূর্ণভাবে বিএনপির নেতাকর্মীরা তাদের নেত্রীকে অভ্যর্থনা জানিয়েছেন।
×