ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকারের ঘাড়ে দোষ চাপানো বিএনপির পুরনো অভ্যাস ॥ কাদের

প্রকাশিত: ২৩:২৩, ২৯ অক্টোবর ২০১৭

সরকারের ঘাড়ে দোষ চাপানো বিএনপির পুরনো অভ্যাস ॥ কাদের

অনলাইন রিপোর্টার ॥ বিএনপিই সুপরিকল্পিতভাবে নিজেদের গাড়িবহরে হামলা চালিয়েছে বড় নিউজ সৃষ্টির জন্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কক্সবাজারে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ করতে যাওয়ার পথে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার বিষয়ে রবিবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, ‘পত্রিকায় দেখলাম বেগম জিয়ার গাড়িবহরে হামলা, তিনি অক্ষত, গাড়িও অক্ষত; তাহলে হামলা হলো কোথায়? যখন জনতার ঢল নামেনি তখন এ ধরনের একটা ঘটনার প্রয়োজন ছিল, টু মেইক এ বিগ নিউজ; আমরা এটাই মনে করি। তা না হলে তিনি বাই এয়ারে না গিয়ে বাই রোডে কেন কক্সবাজারে গেলেন? তার সঙ্গে লাখ লাখ জনতা, এটা দেখানো? তা যখন হচ্ছিল না তখন ফেনীতে নিজ নির্বাচনী এলাকার কাছে এ ঘটনা ঘটিয়ে দোষ দিলেন সরকারের ঘাড়ে।’ তিনি বলেন, ‘নিজেরা নিজেরা মারামারি করে, নিজেদের সভায় নিজেরাই হামলা চালিয়ে সরকারের ঘাড়ে দোষ চাপানো বিএনপির পুরনো অভ্যাস। বড় একটা নিউজ করার জন্য ফেনীতে গতকাল তারা পরিকল্পিতভাবে নিজেরাই এ ঘটনা ঘটিয়েছে। এটা তাদের অন্তর্দ্বন্দ্বেরও বিষয়। গত কয়েক দিন ধরে তারা (বিএনপি) নিজেরা নিজেরা মারামারি করছে। নিজেদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে- এটা ফেনীর সাংবাদিকরা ভাল করে জানেন; এটা তারা দেখেছেন।’ তিনি আরও বলেন, ‘আজ আওয়ামী লীগের ওপর যে ঘটনার দায় চাপানো হচ্ছে এটা তাদের (বিএনপির) নিজেদের সৃষ্টি, তারা সুপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। এতে জনমত কতটা প্রভাবিত হবে তা অচিরেই বোঝা যাবে। মিথ্যের ওপর ভর করে রাজনীতিতে কেউ সুফল বয়ে আনতে পারে না।’
×