ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে কলেজ ছাত্র আহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ

প্রকাশিত: ২০:১৮, ২৯ অক্টোবর ২০১৭

টঙ্গীতে কলেজ ছাত্র আহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রের আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে টঙ্গীর কলেজ গেইট এলাকায় আজ রবিবার দুপুরে ওই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে এসে গাড়ী ভাংচুর ও মহাসড়ক অবরোধ করে। দুপুর ১২টা থেকে অবরোধ চলাকালে ছাত্রছাত্রীরা রাস্তায় বিক্ষোভ করতে থাকে। ঘটনাস্থল থেকে জানা যায়, শনিবার স্কুল ছুটি শেষে সফিউদ্দিন স্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ও প্রভীর ঘোষ সুপ্রভাত নামে একটি বাসে চড়তে গিয়ে রাস্তায় পড়ে যায়। গাড়ীটি তার পায়ের উপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ছাত্র আহত হওয়ার খবর ওই শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছলে ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে এসে সুপ্রভাত নামে বেশ কয়েকটি গাড়ী ভাংচুর করে। রবিবার দুপুরে সফিউদ্দিন স্কুল এন্ড কলেজের ছাত্রছাত্রীরা ক্লাশ বর্জন করে মহাসড়কে চলে আসে। তারা দ্রুত গাড়ী চালকের শাস্তির দাবিতে বিক্ষোভ করতে থাকে। এসময় তারা সুপ্রভাত নামের ওই বাস কোম্পানীর যত বাস আছে সবগুলো ভাংচুর করতে থাকে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
×