ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঢাকার মঞ্চে গাইবেন দুর্নিবার

প্রকাশিত: ০৩:৪৫, ২৯ অক্টোবর ২০১৭

ঢাকার মঞ্চে গাইবেন দুর্নিবার

স্টাফ রিপোর্টার ॥ কলকাতার জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপার লাইফ মিউজিক গ্রুপের চ্যাম্পিয়ান দুর্নিবার সাহা গাইবেন ঢাকার মঞ্চে। কে আই বি কমপ্লেক্সে স্বজনের অনুষ্ঠানে ১০ নম্বরে শুধু আমন্ত্রিত অতিথিদের সামনে গাইবেন তিনি। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এটিএন বাংলা ও আমাদের সময়। ‘আদি স্থাপনা জঞ্জাল নয় আমার অহঙ্কার’ শিরোনামের এই অনুষ্ঠানটি স্পন্সর করেছেন সিনহা গ্রুপ ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড। দুর্নিবার সব ধরনের গান করলেও রবীন্দ্রসঙ্গীতের উপর তাঁর দুর্বলতা বেশি। তাই হয়ত সিডি প্রকাশের ক্ষেত্রে রবীন্দ্রনাথ এসেছেন প্রথম। রবি প্রেমের প্রকাশও মিলেছে সিডির নামে ‘তুমি আমার’। আধুনিক সিডির নাম ‘বহেমিয়ান’। তিনি ২০১৫ সালে জি বাংলার সা রে গা মা পা’র বিচারকদের সামনে দুর্নিবার ছিলেন একজন প্রতিযোগী, স্বীকৃতিও পেয়েছিলেন লাইফ মিউজিক গ্রুপের চ্যাম্পিয়ান হিসেবে। গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী। আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর, হংকং, কুয়েতসহ বিভিন্ন দেশে অনুষ্ঠান করেছেন শ্রোতাদের আমন্ত্রণে। বাংলা তার তৃষ্ণার জল তাই বাংলাদেশে আসাটা তার বিদেশে আসা মনে হয় না। বাংলাদেশে এসেছেন বার কয়েক, ২টি টিভির লাইফ অনুষ্ঠান করলেও ঢাকায় এই প্রথম দুর্নিবার গাইছেন মঞ্চে।
×