ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রী দেশকে আত্মনির্ভরশীল হিসেবে আত্মপ্রকাশ করাতে সক্ষম ॥ শিল্পমন্ত্রী

প্রকাশিত: ০১:১৬, ২৮ অক্টোবর ২০১৭

প্রধানমন্ত্রী দেশকে আত্মনির্ভরশীল হিসেবে আত্মপ্রকাশ করাতে সক্ষম ॥ শিল্পমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি বলেছেন বর্তমান সরকার জনবান্ধব সরকার। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মানের মধ্য দিয়ে দেশকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে আত্মপ্রকাশ করাতে সক্ষম হয়েছে। সরকার তৃনমূলস্তরে মানুষদের দুর্ভোগ থেকে রক্ষা করার জন্য বিভিন্ন মুখি সহযোগিতা করে অসহায় পরিবারগুলিকে একটি সামাজিক নিরাপত্তার মধ্যে ধরে রেখেছে। তিনি ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তেন স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ এবং সদর উপজেলার নদী ভাঙ্গনী ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। জেলা প্রশাসক মো: হামিদুল হকের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার, মো: জাহাঙ্গীর আলম জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাহার মিয়া, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক রুহুল আমিন শেখ, ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিকুর রহমান বিশেষ অতিথি ছিলেন। ঝালকাঠি জেলার ২৯টি স্বেচ্ছাসেবি সংগঠনের মধ্যে ৫ লাখ ১৩ হাজার টাকার অনুদানের চেক এবং ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউরী চাঁদপুরা ও দিয়াকুল গ্রামের ২০৩টি পরিবারের মধ্যে ৪.৩৩০ মে: টন চাল বিতরণ করেন।
×