ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফেনীতে খালেদার গাড়িবহরে থাকা সাংবাদিকদের গাড়িতে হামলা

প্রকাশিত: ০০:৫৫, ২৮ অক্টোবর ২০১৭

ফেনীতে খালেদার গাড়িবহরে থাকা সাংবাদিকদের গাড়িতে হামলা

জনকণ্ঠ রিপোর্ট ॥ কক্সবাজারে যাওয়ার পথে ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে থাকা গণমাধ্যমের গাড়ির উপর হামলার হামলার ঘটনা ঘটেছে। শনিবার বিকাল ৫টার দিকে ফেনি বাসস্ট্যান্ড থেকে নিকটবর্তী সেভেন স্টার হোটেলের সামনে খালেদা জিয়ার গাড়ি বহরের সাথে থাকা গণমাধ্যমের কিছু গাড়ির উপর অতর্কিত হামলা চালানো হয়। গাড়িবহর থেকে জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার শরীফুল ইসলাম জানান, পাঁচটার কাছাকাছি সময়ে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি ফেনীর সার্কিট হাউসে পৌঁছে। বহরের সঙ্গে থাকা সাংবাদিকদের কয়েকটি গাড়ি সেভেন স্টার হোটেলের দিকে খেতে গেলে এই হামলার শীকার হয়। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা জানা জায়নি। তবে বিএনপি বলেছে, এরা সরকারি দলের লোক। প্রত্যক্ষদর্শীরা জানান, খালেদা জিয়ার গাড়িবহরের সঙ্গে থাকা বেসরকারি টেলিভিশন চ্যানেল আই, ডিবিসি, একাত্তর ও বৈশাখী টেলিভিশনের গাড়িসহ বেশকিছু যানবাহনে হামলা চালিয়ে ভাঙচুর করে। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও কয়েকজন গণমাধ্যমকর্মী মারধরের শিকার হন। এর আগে শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকার গুলশানের ফিরোজা বাসভবন থেকে উখিয়ার উদ্দেশে তার গাড়ি বহর যাত্রা শুরু করে। এ সফরে খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলুসহ অন্য নেতারা।
×