ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন নিষেধাজ্ঞায় ইরান

প্রকাশিত: ১৮:৩৭, ২৭ অক্টোবর ২০১৭

নতুন নিষেধাজ্ঞায় ইরান

অনলাইন ডেস্ক ॥ ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি বিল পাস করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। ‘ইরান ব্যালিস্টিক মিসাইলস অ্যান্ড ইন্টারন্যাশনাল স্যাংশন্স এনফোর্সমেন্ট অ্যাক্ট’ নামে এ বিলটি বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে ৪২৩ ভোটে পাস হয়। বিলের বিপক্ষে মাত্র দুটি ভোট পড়েছে। এ পদক্ষেপের ফলে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে। বিলটি আইনে পরিণত হতে হলে মার্কিন সিনেটে এ বিল পাস হতে হবে এবং চূড়ান্তভাবে তাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন লাগবে। প্রতিনিধি পরিষদে বিলটি এনেছেন কংগ্রেসম্যান এলিয়ট এঙ্গেল এবং এডওয়ার্ড রয়সে। ইরানের বিভিন্ন কোম্পানি ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য এ বিলে আহ্বান জানানো হয়েছে। এর আগে, গত জুলাই মাসে মার্কিন অর্থ মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইস্যুতে ইরানের ১৮ ব্যক্তি, সংগঠন ও কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্র দাবি করছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরমাণু সমঝোতার লঙ্ঘন। কিন্তু ইরান বলছে, তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে প্রতিরক্ষার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং পরমাণু ওয়ারহেড বহনের জন্য তা তৈরি করা হচ্ছে না। এর মাধ্যমে পরমাণু সমঝোতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করা হচ্ছে না। ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতাকে নিরাপত্তা পরিষদে ২২৩১ নম্বর প্রস্তাবের মাধ্যমে অনুমোদন দেয়া হয়।
×